ফিলিপিন্সে ঝড় ও ভূমিধসে নিহত ৬০

ফিলিপিন্সে শক্তিশালী একটি ঝড়ে অন্তত ৬০ জন নিহত হয়েছেন। ঝড়টির শক্তিতে স্থানীয়রা বিস্মিত হয়েছেন বলে খবর।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Dec 2018, 09:18 AM
Updated : 31 Dec 2018, 12:46 PM

উসমান নামের এই ঝড়টি শনিবার রাজধানী ম্যানিলার দক্ষিণপূর্বাঞ্চল বিকালে আঘাত হানে, তারপর থেকে অন্তত ১৭ জন নিখোঁজ রয়েছেন এবং মৃতের সংখ্যাও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে বলে খবর দিয়েছে বিবিসি।

সরকারি সতর্কীকরণ পদ্ধতি ঝড়টিকে টাইফুন হিসেবে চিহ্নিত না করায় লোকজন পূর্ব সতর্কতা অবলম্বন করেননি বলে একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে জানিয়েছেন এক কর্মকর্তা।

বিকালের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের পরিচালক ক্লাউদিও ইউকোট বলেন, “ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের কোনো সতর্কতা জারি না হওয়ায় ছুটির মেজাজে থাকা লোকজন অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ছিল।”

ঝড়টির বাতাসের বেগ খুব শক্তিশালী না হলেও এর প্রভাবে ভারি বৃষ্টিপাত হয় আর তাতে ভূমিধস হয়।

ক্রান্তীয় এই ঝড়ে অবকাঠামোগত ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং দেশব্যাপী ৪০ হাজারেরও বেশি লোক বাস্তুচ্যুত হয়েছেন।

ফিলিপিন্স নিয়মিতই ক্রান্তীয় ঝড়ের শিকার হয়।   

চলতি বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন মাংখুট সেপ্টেম্বরে ঘন্টায় ২০০ কিলোমিটার শক্তি নিয়ে দ্বীপদেশটিতে আঘাত হেনেছিল। ওই টাইফুনেও ৬০ জনের বেশি নিহত হয়েছিল।

ফিলিপিন্সের রেকর্ডে সবচেয়ে প্রাণঘাতী ঝড় ছিল ২০১৩ সালে আঘাত হানা সুপার টাইফুন হাইয়ান। হাইয়ানের তাণ্ডবে সাত হাজারেরও বেশি লোক নিহত এবং লাখ লাখ লোক ক্ষতিগ্রস্ত হয়েছিল।