সাইবার হামলার কবলে যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদপত্র

সাইবার হামলার কবলে পড়ে যুক্তরাষ্ট্রের কয়েকটি সংবাদপত্রের মুদ্রণ ও সরবরাহ ব্যাহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Dec 2018, 01:29 PM
Updated : 30 Dec 2018, 01:29 PM

শনিবার এ বিঘ্নের কারণে ‘দ্য লস এঞ্জেলেস টাইমস’, ‘শিকাগো ট্রিবিউন’, ‘বাল্টিমোর সান’ এবং ট্রিবিউন পাবলিশিং কোম্পানির অন্যান্য কয়েকটি পত্রিকা সরবরাহে বিলম্ব হয়েছে।

শুক্রবার প্রথম ম্যালওয়্যার শনাক্ত করার কথা জানায় ট্রিবিউন পাবলিশিং। পরে দেখা যায়, কোম্পানিটির পরিচালনাধীন কয়েকটি সংবাদপত্র এ ম্যালওয়্যারে আক্রান্ত হয়েছে।

দ্য লস অ্যাঞ্জেলেস টাইমস জানায়, যুক্তরাষ্ট্রের বাইরে থেকে সাইবার হামলাটি চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে ।

লস অ্যাঞ্জেলেসে ট্রিবিউন পাবলিশিং কোম্পানি থেকে প্রকাশিত দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও দ্য নিউ ইয়র্ক টাইমস এর ওয়েস্ট কোস্ট সংস্করণও এ সাইবার হামলার শিকার হয়েছে।

ট্রিবিউন পাবলিশিংয়ের মুখপাত্র মারিসা কোলিয়াস সাইবার হামলার কথা নিশ্চিত করে এক বিবৃতিতে বলেছেন, ভাইরাসটি তাদের অধীনস্ত সব সংবাদপত্রের মুদ্রণ ও উৎপাদন কাজে ব্যবহৃত ব্যাক-অফিস সিস্টেম বিঘ্নিত করেছে।

হামলাটি সম্পর্কে জানেন এমন একজন কর্মকর্তা লস এঞ্জেলেস টাইমস কে বলেছেন, “আমাদের ধারণা পুরো অবকাঠামো বিশেষত সার্ভার নিষ্ক্রিয় করে দিতেই এ হামলা চালানো হয়েছে।”