পাকিস্তানে ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে সাবেক প্রেসিডেন্ট জারদারি

পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট এবং পিপিপি’র সহ-সভাপতি আসিফ আলি জারদারি সরকারের ভ্রমণ নিষেধাজ্ঞার মুখে পড়েছেন।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Dec 2018, 02:58 PM
Updated : 28 Dec 2018, 02:58 PM

অর্থ পাচার ও ভুয়া ব্যাংক হিসাব ব্যবহারের মামলায় জারদারিসহ জড়িত আরো ১৭১ জনের ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের পিটিআই সরকার। সুপ্রিম কোর্টের নিয়োজিত যৌথ তদন্ত দল এ মামলার তদন্ত চালাচ্ছে।

বৃহস্পতিবার পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী ইসলামাবাদে সংবাদিকদেরকে জানান, মামলায় জড়িতদের মধ্যে জারদারি এবং তার বোনও আছেন। সব মিলে ১৭২ জনের সবার নামই ‘এক্সিট কন্ট্রোল লিস্টে’ রাখবে মন্ত্রিপরিষদ। যাতে তারা দেশের বাইরে যেতে না পারেন।

সরকারবিরোধীদল পাকিস্তান পিপল’স পার্টির (পিপিপি) সহ-সভাপতি আসিফ আলি জারদারি সাবেক পাক প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর স্বামী। বেনজির নিহত হওয়ার পর ২০০৮ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন জারদারি।

দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে। দুর্নীতির জন্য পাকিস্তানে ‘মিস্টার টেন পার্সেন্ট’ নামে পরিচিতও পেয়েছেন জারদারি।