ইরাক সফরে সিরিয়া থেকে সেনা ফেরানোর সাফাই ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাকে আকস্মিক সফরে গিয়ে সিরিয়া থেকে সেনা ফেরানো নিয়ে তার সিদ্ধান্তের পক্ষে সাফাই দিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2018, 10:49 AM
Updated : 27 Dec 2018, 12:46 PM

বলেছেন, সিরিয়া নিয়ে তিনি যেভাবে ভাবছেন অনেক মানুষ সেভাবেই ভাবতে শুরু করবে বলে তিনি মনে করেন।

ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিমে আল আসাদ বিমান ঘাঁটিতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “এখন আমাদের মাথাটাকে খাটানোর সময়।” এ ঘাঁটিতে মার্কিন সেনাদের সঙ্গে  তিন ঘণ্টার কিছু বেশি সময় কাটান ট্রাম্প।

সিরিয়া থেকে ২ হাজার মার্কিন সেনা ফেরানোর সিদ্ধান্ত ট্রাম্প গত সপ্তাহে হঠাৎ করেই নিয়েছেন। শীর্ষ সহযোগী এবং কমান্ডারদের মতের বিরুদ্ধে গিয়েই তিনি এ সিদ্ধান্ত নেন। ট্রাম্পের এ সিদ্ধান্তের পরই পদত্যাগ করেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস।

এ পরিস্থিতিতেই ট্রাম্প সিরিয়া নিয়ে তার সিদ্ধান্তের পক্ষে সাফাই দিলেন। তবে সিরিয়া থেকে সেনা ফেরাতে চাইলেও ইরাকে সেনা রাখতে চান ট্রাম্প।

এ ব্যাপারে তিনি বলেন, “আসলে আমরা সিরিয়ায় কিছু করতে চাইলে ইরাককে ঘাঁটি হিসাবে ব্যবহার করতে পারব।”