লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলা, নিহত ৫

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছে বলে দেশটির কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2018, 10:27 AM
Updated : 26 Dec 2018, 10:27 AM

নিহতদের মধ্যে তিনজনই হামলাকারী। মঙ্গলবারের এ হামলায় আরও ২১ জন আহত হয়েছে বলেও জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কর্মকর্তারা জানান, হামলাকারীরা একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটিয়ে গুলি ছুড়তে শুরু করে। নিরাপত্তারক্ষীদের পাল্টা গুলিতে এক হামলাকারী নিহতও হয়। বাকি দু’জন মন্ত্রণালয় ভবনের ভেতরে ঢুকে নিজেদের উড়িয়ে দেয়।

লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয় তিন হামলাকারী ছাড়াও আরও তিনজনের নিহত হওয়ার খবর দিলেও পরে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী ফাতিহ আল বাশাঘা হামলাকারীসহ সব মিলিয়ে ৫ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেন। 

কারা এ হামলার সঙ্গে জড়িত তা জানা যায়নি; স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ আত্মঘাতী হামলার তদন্ত শুরু করেছে বলেও ফাতিহ জানান।

কোনো গোষ্ঠী দায় স্বীকার না করলেও এর সঙ্গে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) যোগসাজশ থাকতে পারে বলে ধারণা পর্যবেক্ষকদের।

২০১১ সালে দেশটির দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফিকে ক্ষমতাচ্যুত করার পর থেকেই আইএস লিবিয়ায় শক্তি অর্জন শুরু করে। ২০১৫ সালে মধ্যপ্রাচ্যভিত্তিক এ জঙ্গিগোষ্ঠী উপকূলীয় শহর সির্তে দখলও করে নেয়। যদিও মার্কিন বিমান হামলার সহায়তা নিয়ে পরের বছরই স্থানীয় বাহিনী শহরটির নিয়ন্ত্রণ ছিনিয়ে নেয়।