ট্রাম্পকে আমন্ত্রণ জানালেন এরদোয়ান

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ২০১৯ সালে তুরস্ক সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান। হোয়াইট হাউজের এক মুখপাত্র একথা জানিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Dec 2018, 04:16 PM
Updated : 25 Dec 2018, 04:16 PM

মুখপাত্র হোগান গিডলি এক বিবৃতিতে বলেন, “এর জন্য সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা করা হচ্ছে না। তবে প্রেসিডেন্ট ভবিষ্যতে সম্ভাব্য বৈঠকের জন্য তৈরি আছেন।”

সম্প্রতি সিরিয়া থেকে ট্রাম্পের সেনা সরানোর সিদ্ধান্ত নিয়ে অন্যান্য অনেক দেশই সমালোচনা করলেও এদিক থেকে ব্যতিক্রম ছিল তুরস্ক। ট্রাম্পের এ সিদ্ধান্তের বরং প্রশংসাই করেছে দেশটি।

মার্কিন সেনারা না থাকলে সিরিয়ায় কুর্দি যোদ্ধাদের বিরুদ্ধে আরো অবাধে অভিযান চালাতে পারবে তুরস্ক। আঙ্কারা সোমবার সিরিয়া সীমান্তে আরো সেনা পাঠিয়েছে এবং বলেছে, সামনের দিনগুলোতে কুর্দি ওয়াইপিজি এবং ইসলামিক স্টেট (আইএস) এর ওপর অভিযান শুরু করবে তারা।

গত রোববার টেলিফোনে এক আলাপে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর নেতৃত্বে শূন্যতা এড়ানোর বিষয়টি নিয়ে ট্রাম্প এবং এরদোয়ান দুইজনই একমত হন।

এরপরই সোমবার সন্ধ্যায় এরদোয়ানের কাছ থেকে ট্রাম্পের তুরস্ক সফরের আমন্ত্রণ পাওয়ার কথা জানায় হোয়াইট হাউজ।