ইসরায়েলে আগাম নির্বাচন এপ্রিলে

আগামী বছরের এপ্রিল মাসে ইসরায়েলে আগাম নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র।

>>রয়টার্স
Published : 24 Dec 2018, 04:24 PM
Updated : 24 Dec 2018, 04:24 PM

নেতানিয়াহুর ক্ষমতাসীন জোটের নেতাদের এক বৈঠকের পর তিনি সোমবার টুইটারে এ ঘোষণা দেন।

“জোটের নেতারা সর্বসম্মতিক্রমে পার্লামেন্ট ভেঙে দিয়ে এপ্রিলের শুরুতে নতুন নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন,’ নেতানিয়াহুর রাজনৈতিক শরিকদের উদ্ধৃতি দিয়ে এক বিবৃতিতে একথা বলেন তার মুখপাত্র।

বাধ্যতামূলক ভাবে সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে কট্টর ইহুদিদের জন্য একটি খসড়া বিল আনা নিয়ে বিতর্কের অবসান না হওয়ায় দলগুলো নতুন নির্বাচনের এ সিদ্ধান্ত নিয়েছে।

নেতানিয়াহু বর্তমানে চতুর্থবারের মতো ইসরায়েলের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ১২০ সদস্যের পার্লামেন্টে ৬১টি আসন নিয়ে খুবই কম ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা বজায় রেখেছেন তিনি। তিনি ডানপন্থি লিকুদ পার্টির নেতা।

ইসরায়েলের আইন অনুযায়ী, ২০১৯ সালের নভেম্বর নাগাদ দেশটিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের কথা ছিল।