এরদোয়ানই সিরিয়ায় আইএস নির্মূল করবেন: ট্রাম্প

তুরস্কের প্রেসিডেন্ট রিজেপ তায়িপ এরদোয়ান সিরিয়ায় থেকে যাওয়া ইসলামিক স্টেট (আইএস) যোদ্ধাদের নির্মূল করার নিশ্চয়তা দিয়েছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এরদোয়ানই একাজ পারবেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2018, 03:50 PM
Updated : 24 Dec 2018, 03:50 PM

সিরিয়ায় আইএসকে সম্পূর্ণ পরাজিত করা হয়েছে দাবি করে গত ১১ ডিসেম্বর হঠাৎ করেই দেশটি থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা ফিরিয়ে আনার ঘোষণা দেন ট্রাম্প।

 নিজ দল রিপাবলিকান পার্টির অনেক জ্যেষ্ঠ নেতাসহ কয়েকটি মিত্র দেশ তার এ সিদ্ধান্তের সমালোচনা করেছে। তাদের আশঙ্কা, সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার জঙ্গি গোষ্ঠী আইএস এর পুনরুত্থান ঘটাতে পারে।

এর পরিপ্রেক্ষিতেই ট্রাম্প এরদোয়ানের প্রসঙ্গ টেনেছেন বলে মনে করা হচ্ছে। নিজের সিদ্ধান্তের ব্যাখ্যা দিতে রোববার এক টুইটে ট্রাম্প বলেন, “তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান আমাকে নিশ্চিত করে বলেছেন, সিরিয়ায় আইএসর যেটুকু অস্তিত্ব আছে তা তিনি নিশ্চিহ্ন করবেন।”

মধ্যরাতের ওই টুইটে তিনি এরদোয়ানই “একাজের জন্য উপযুক্ত ব্যক্তি এবং তিনি তা পারবেন” বলে বর্ণনা করেছেন।

এই টুইট করার আগে ট্রাম্প টেলিফোনে এরদোয়ানের সঙ্গে কথা বলেন বলে খবর মার্কিন সংবাদমাধ্যমের। টুইটের শেষ বাক্যে ট্রাম্প লেখেন, “আমাদের সেনারা বাড়ি ফিরছে।”