দীর্ঘদিনের জন্য সরকার অচল করার হুমকি দিলেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদেরকে হুমকি দিয়ে বলেছেন, তারা মেক্সিকো প্রাচীরের জন্য তহবিল বরাদ্দ অনুমোদন না করলে ‘দীর্ঘদিনের জন্য’ সরকার অচল হয়ে পড়বে।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2018, 04:28 PM
Updated : 21 Dec 2018, 04:28 PM

ট্রাম্প একের পর এক টুইটে মেক্সিকো সীমান্তে তার দেয়াল নির্মাণের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের জন্য ৫শ’৭০ কোটি ডলার দাবি করেছেন।  তার এ দাবি মেনে তহবিল অনুমোদন করেছে মার্কিন প্রতিনিধি পরিষদ। কিন্তু সিনেটে এ তহবিল ডেমোক্র্যাট ভোটে অনুমোদন পাবে না বলেই ধারণা করা হচ্ছে।

আর সেকারণেই ট্রাম্প এক টুইটে বলেছেন, “ডেমোক্র্যাটরা সীমান্ত নিরাপত্তার পক্ষে ভোট না দিলে আজ থেকেই সরকার অচল হবে।”

শুক্রবারই সীমান্ত প্রচীরের তহবিল সংক্রান্ত বিল নিয়ে সিনেটে ভোট হওয়ার কথা। এদিন মধ্যরাতের মধ্যে ব্যয় বিলটি পাস না হলে সরকারের কার্যক্রম আংশিকভাবে বন্ধ হতে শুরু করবে।

এরকম হলে এ বছর এ নিয়ে তৃতীয়বারের মত সরকার অচল হওয়ার ঘটনা ঘটবে। আর এবার সরকার অচল হয়ে পড়লে নতুন বছরের পরও তা আর সচল নাও হতে পারে।