ট্রাম্পের দেয়ালের জন্য বরাদ্দ অনুমোদন প্রতিনিধি পরিষদের

মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য ৫শ’ কোটি ডলার বরাদ্দ অনুমোদন করেছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2018, 12:18 PM
Updated : 21 Dec 2018, 12:18 PM

সরকারি ব্যয় বিলের সঙ্গেই আপাতত এ বরাদ্দ জুড়ে দেওয়া হয়েছে। বিলটি এখন সিনেটে পাস হতে হবে।

কিন্তু সিনেটে বিলটির পক্ষে যথেষ্ট ডেমোক্র্যাটিক ভোট পড়বে না বলেই মনে করা হচ্ছে। বিলটি নিয়ে অচলাবস্থা দেখা দিলে সরকারের ৭ টি সংস্থা তহবিল সংকটে পড়বে।

শুক্রবারে বিলটি নিয়ে ভোটাভুটির জন্য সিনেটরদেরকে প্রস্তুত থাকতে বলা হয়েছে আগেই। শুক্রবার মধ্যরাতের  মধ্যে ব্যয় বিলটি পাস না হলে  সরকারে অচলাবস্থা দেখা দেবে।

মার্কিন সিনেট বুধবার রাতে সরকার সচল রাখতে দেয়াল নির্মাণের খরচ বরাদ্দ করা ছাড়াই সর্বসম্মতিক্রমে একটি বিল অনুমোদন করে।

কিন্তু দেয়ালের তহবিল ছাড়া বৃহস্পতিবার ট্রাম্প ওই বিল সই করতে অস্বীকৃতি জানান। এরপর প্রতিনিধি পরিষদের রিপাবলিকানরা বাধ্য হয়ে দেওয়ালের অর্থ বরাদ্দের নতুন বিল অনুমোদন করলেন।

ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের জন্য ৫শ’ কোটি ডলার দাবি করেছিলেন।