চেক প্রজাতন্ত্রে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ১৩

চেক প্রজাতন্ত্রে একটি কয়লা খনিতে মিথেন গ্যাস বিস্ফোরণে অন্তত ১৩ খনি শ্রমিক নিহত এবং ১০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2018, 07:52 AM
Updated : 21 Dec 2018, 02:03 PM

নিহতদের ১২ জনই একটি সংস্থার পোলিশ খনি শ্রমিক এবং একজন চেক বলে শুক্রবার জানিয়েছে রাষ্ট্র পরিচালিত ওকেডি খনি কোম্পানি।

বৃহস্পতিবার পোল্যান্ড সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় কারভিনা শহরের কাছে সিএমএস পাথুরে-কয়লা খনির ৮শ’ মিটার গভীরে ওই বিস্ফোরণ ঘটে।

বিস্ফোরণের কারণে মাটির নিচে সুড়ঙ্গে কয়েক জায়গায় ধস নেমেছে।আগুনের কারণে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চেক প্রজাতন্ত্রে ১৯৯০ সোলের পর এটিই সবচেয়ে ভয়াবহ খনি দুর্ঘটনা। ওই বছর এই একই কারভিনা শহরে আগুনে ৩০ খনি শ্রমিক নিহত হয়েছিল।

এবারের বিস্ফোরণে নিহতদের জন্য রোববার শোক দিবস ঘোষণা করেছেন পোল্যান্ডের প্রেসিডেন্ট।