অস্ট্রেলিয়ায় সাগরে ডুবে ২ ভারতীয়র মৃত্যু, নিখোঁজ ১

অস্ট্রেলিয়ার একটি সমুদ্র সৈকতে সাগরে ডুবে দুই ভারতীয়র মৃত্যু হয়েছে এবং অপর একজন নিখোঁজ রয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Dec 2018, 04:29 AM
Updated : 19 Dec 2018, 04:29 AM

সোমবার দেশটির মুনি সৈকতে এ ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

ওই তিন জনই একই পরিবারের সদস্য এবং তারা ভারতের তেলেঙ্গানা রাজ্যের বাসিন্দা বলে সনাক্ত হয়েছে।

নিজেদের পরিবারের শিশুদের ডুবে যাওয়া থেকে রক্ষার জন্য ওই তিন ব্যক্তি সাগরে পানিতে ঝাঁপ দিয়েছিলেন, কিন্তু তারা নিজেরাই স্রোতে আটকা পড়ে যান। উদ্ধারকারী টিম ওই শিশুদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

মঙ্গলবার জুনায়েদের বোনা নাজরিন বলেছেন, “আমার ভাই মোহাম্মদ আব্দুল জুনায়েদ (২৮) ২০১৪ সাল থেকে সিডনিতে আছে। গতকাল ছুটির দিন থাকায় (সোমবার) জুনায়েদ, ওর শ্বশুর মোহাম্মদ গউস উদ্দিন, তার দুই কন্যা এশা (১৭) ও রামশা (১২), এক ছেলে মোহাম্মদ আকিব (১৫) ও তার চাচাতো ভাই রাহাত কফস্ হারবারের কাছে মুনি সৈকতে যায়।

“সাগরতীরে খেলার সময় এশা, রামশা ও আকিব ঢেউয়ের তোড়ে ভেসে যায়। এটা দেখে জুনায়েদ, ওর শ্বশুর ও রাহাত ওদের রক্ষার জন্য পানিতে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু তারা তিন জনই স্রোতে আটকা পড়ে ডুবে যেতে থাকে, তখন একটি উদ্ধারকারী দল এসে শিশুদের উদ্ধার করে।”

উদ্ধারকারী দল গউস ও রাহাতকে সাগর থেকে উদ্ধার করতেও পারলেও বাঁচাতে পারেনি। অপরদিকে জুনায়েদকে খুঁজে পাওয়া যায়নি।

জুনায়েদের খোঁজে অভিযান শুরু করা হলেও পরে রাত হয়ে যাওয়ায় ওই দিনের মতো অভিযান স্থগিত করা হয়। মঙ্গলবার সকালে উদ্ধার অভিযান ফের শুরু করা হয়।  

এশা, মোহাম্মদ আকিব ও রামশা কফস্ হারবার হাসপাতালে চিকিৎসাধীন আছে।