‘জঙ্গি অর্থায়ন’ করছে সন্দেহে জার্মানিতে মসজিদে অভিযান

ইমাম সিরিয়ার ইসলামপন্থি যোদ্ধাদের ‘তহবিল হস্তান্তর’ করছে সন্দেহে বার্লিনের একটি মসজিদে অভিযান চালিয়েছে জার্মানির পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Dec 2018, 02:05 PM
Updated : 18 Dec 2018, 02:08 PM

মঙ্গলবার বার্লিনের উত্তরাংশের ওয়েডিং এলাকার আল সাহাবা মসজিদে তল্লাশি চালান জার্মান পুলিশ কর্মকর্তারা, খবর বার্তা সংস্থা রয়টার্সের।

মসজিদটির ৪৫ বছর বয়সী ইমাম আহমদ এ., অনুসারীদের কাছে যিনি আবুল বারা নামে পরিচিত, ‘সন্ত্রাসমূলক অপরাধ সংঘটনের’ উদ্দেশ্যে সিরিয়ায় অর্থ সরবরাহ করছেন, এমন সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছে জার্মানির প্রসিকিউটরের দপ্তর।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ওই ইমাম বা তার পক্ষের আইনজীবীর কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স।

ঘটনার বিষয়ে বিস্তারিত আর কিছু জানা যায়নি।