২০১৯ সালের পুতিন ক্যালেন্ডারে মাতোয়ারা জাপান

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ছবি দিয়ে তৈরি ক্যালেন্ডার জাপানে ‘হটকেকের’ মত বিক্রি হচ্ছে। দেশীয় তারকাদের চেয়েও এ ক্যালেন্ডারটি কিনতে হুমড়ি খেয়ে পড়ছে জাপানিরা।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Dec 2018, 02:50 PM
Updated : 17 Dec 2018, 02:50 PM

২০১৯ সালের জন্য তৈরি এ ক্যালেন্ডারে পুতিনকে কোথাও লেক সেলিজারের বরফ শীতল পানিতে ডুব দেওয়া, কিংবা কোথাও জিমে শরীরচর্চা করতে দেখা যাচ্ছে।

‘দ্য লফ্ট চেইনস্টোর’ জাপানে ক্যালেন্ডারটির বিক্রয় স্বত্ত পেয়েছে। ‘দ্য গার্ডিয়ান’ পত্রিকার সোমবারের প্রতিবেদনে বলা হয়েছে, জাপানজুড়ে লফ্ট চেইনস্টোরের সবগুলো দোকানেই পুতিন ক্যালেন্ডারই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে।

মাত্র দুই সপ্তাহ পর নতুন বছর। নতুন বছর আগমন উপলক্ষ্যে জাপানের জনপ্রিয় সব তারকাদের নিয়ে ক্যালেন্ডার তৈরি হয়েছে। অথচ বিক্রির দিক দিয়ে ৬৬ বছর বয়স্ক রুশ প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে তৈরি ক্যালেন্ডার সেগুলোকেও ছাপিয়ে গেছে।

তবে এবছরই প্রথম নয়, ২০১৭ সালেও জাপানে দারুণ জনপ্রিয় হয়েছিল পুতিন ক্যালেন্ডার।

২০১৬ সাল থেকে পুতিন ক্যালেন্ডারের মডেল হওয়া শুরু করেন। ওই বছর থেকেই জাপানে ক্যালেন্ডারগুলো বিক্রি হওয়া শুরু হয়।

জাপানের সংবাদমাধ্যমের খবর ‍অনুযায়ী, জাপানের অনেক মানুষ বিশেষ করে নারীরা পুতিনের ‘অগতানুগতিক স্টাইল’ এবং তার ‘পৌরষ প্রদর্শনে’ মুগ্ধ হয়ে ক্যালেন্ডার কিনছে।