ক্যাম্বোডিয়ায় রেকর্ড ৩.২ টন হাতির দাঁত জব্দ

ক্যাম্বোডিয়ার পুলিশ বন্দরের গুদামে পড়ে থাকা মোজাম্বিক থেকে পাঠানো একটি কন্টেইনারে লুকানো ৩.২ টনের বেশি হাতির দাঁত উদ্ধার করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2018, 03:40 PM
Updated : 16 Dec 2018, 03:40 PM

এক কাস্টম কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রের দূতাবাস থেকে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ‘নমপেন অটোনোমাস পোর্টে’র গুদাম থেকে এক হাজার ২৬টি হাতির দাঁত উদ্ধার করা হয়।

গত বছর মোজাম্বিক থেকে ওই কন্টেইনারটি জাহাজে করে নমপেন অটোনোমাস বন্দরে পৌঁছায় বলেও জানান তিনি।

“কাগজে-কলমে ওই কন্টেইনারে মার্বেল পাথর থাকার কথা উল্লেখ আছে। কন্টেইনারটি গতবছর পৌঁছালেও এখনও কেউ সেটি নিতে না আসায় গুদামে পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল। তল্লাশিতে মার্বেল পাথরের ভেতর লুকানো অবস্থায় হাতির দাঁতগুলো পাওয়া যায়।”

চীন ও ভিয়েতনামে হাতির দাঁতের প্রচুর চাহিদা থাকায় আফ্রিকার দেশগুলো থেকে হাতির দাঁত পাচারের রুট হিসেবে ক্যাম্বোডিয়াকে ব্যবহার করা হয়।

এবার উদ্ধার হওয়া দাঁতগুলোর মোট ওজন ৩ দশমিক ২ টনের বেশি। এর আগে ২০১৪ সালে প্রায় তিন টনের মত হাঁতির দাঁত উদ্ধার করেছিলেন কম্বোডিয়ার কাস্টম কর্মকর্তারা।

বন্যপ্রাণীর সুরক্ষা নিয়ে কাজ করা প্রতিষ্ঠানগুলোর বিশ্বাস, শুধুমাত্র দাঁতের জন্য প্রতি বছর আফ্রিকায় ৩০ হাজারের বেশি হাতি হত্যা করা হয়।

১৯৯০ সালে সারা বিশ্বে হাতির দাঁত কেনা-বেচার উপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করা হয়।