‘নারীদের বাদ দিতে’ জাপানে মেডিকেল ভর্তিপরীক্ষায় জালিয়াতি

নারী শিক্ষার্থীদের বাদ দিতে জাপানের অন্তত নয়টি মেডিকেল কলেজে ভর্তিপরীক্ষায় ফল জালিয়াতির ঘটনা ঘটেছে।

নিউজডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2018, 12:20 PM
Updated : 15 Dec 2018, 12:22 PM

সরকারি এক তদন্তে এ তথ্য উঠে এসেছে বলে জানায় বিবিসি। শুক্রবার এই তদন্ত প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

সর্ব প্রথম রাজধানীর অভিজাত টোকিও মেডিকেল ইউনিভার্সিটিতে (টিএমইউ) এ ধরনের জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। সেখানে দেখা যায়, ২০০৬ সালেরও আগে থেকে নারী আবেদনকারীদের ফলাফলে অবৈধভাবে হস্তক্ষেপ করা হয়েছে।

যার পরিপ্রেক্ষিতে গত অগাস্টে দেশজুড়ে সব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তিপরীক্ষার প্রক্রিয়া নিয়ে তদন্ত শুরু হয়। 

জাপানের শিক্ষামন্ত্রী এ ঘটনাকে ‘গভীর হতাশার’ বলে বর্ণনা করেছেন।

কিয়োদো নিউজকে তিনি বলেন,“আমি চাই বিশ্ববিদ্যালয়গুলো ওই সব অবেদনপ্রার্থীদের বর্তমান অবস্থা সম্পর্কে জেনে দ্রুত এবং বিনীত প্রতিক্রিয়া জানাক।” 

কর্মক্ষেত্রে বিশেষ করে জ্যেষ্ঠপদে নারীদের সংখ্যা বাড়াতে কাজ করছে জাপান সরকার। এর মধ্যে মেডিকেল ভর্তিপরীক্ষায় লিঙ্গবৈষম্যের এ কেলেঙ্কারি বড় আঘাত হিসেবে গণ্য হচ্ছে।

অগাস্টে এ ঘটনা প্রকাশ পাওয়ার পর ২৪ জন নারী টিএমইউ কর্তৃপক্ষের কাছে এক লাখ ইয়েন ক্ষতিপূরণ দাবি করেছেন।

এদিকে, কেলেঙ্কারি প্রকাশের পর টিএমইউ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২০১৭ ও ২০১৮ সালের ভর্তিপরীক্ষায় অংশ নেওয়া ১০১ আবেদনকারীর সঙ্গে যোগাযোগ করে ৪০ জনের বেশি আবেদনকারীকে ভর্তির সুযোগ দিয়েছে বলেও জানায় কয়েকটি গণমাধ্যম।