পর্তুগালে ট্রাম দুর্ঘটনায় আহত ২৮

পর্তুগালের রাজধানী লিসবনে একটি ট্রাম লাইনচ্যুত হওয়ার পর উল্টে গিয়ে ২৮ জন আহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2018, 11:24 AM
Updated : 15 Dec 2018, 04:27 PM

শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা প্রায় ৬টার দিকে লিসবনের লাপা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

দুর্ঘটনার পর আহতদের অধিকাংশকে হাসপাতালে নেওয়া হয়, তবে তাদের কারও অবস্থাই গুরুতর ছিল না।

প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, একটি খাড়া পাহাড়ের নিচের একটি মোড়ে ট্রামটি লাইন ছেড়ে বেড়িয়ে এসে একটি ভবনে আঘাত করে।

দুর্ঘটনার পর পথচারীরা ছয় মাস বয়সী একটি বাচ্চা ও সাত বছর বয়সী একটি শিশুকে উদ্ধার করে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

দুর্ঘটনায় আহত ২৬ জনকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে হয়েছে, আহত অপর দুজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

এক প্রত্যক্ষদর্শী পর্তুগিজ সংবাদপত্র পাবলিকোকে বলেছেন, এক পাশে ট্রামটি থামতে ব্যর্থ হওয়ার পর সেটি লাইনচ্যুত হয় এবং তিনি একটি ‘ব্যাং’ শব্দ ও ‘লোকজনের চিৎকার’ শুনেন।

পর্তুগিজ নিউজ চ্যানেল টিভিআই ২৪ এর প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের কয়েকজন বুকে, মুখে ও চোখে আঘাত পেয়েছেন।

দুর্ঘটনার পরপরই জরুরি বিভাগের প্রায় ৩০টি গাড়ি ঘটনাস্থলে এসে হাজির হয় বলে জানিয়েছে সংবাদপত্র জোর্নাল জি নোচিসিয়াস।

ট্রাম্ অপারেটর কাহিস লাইনচ্যুতির কথা নিশ্চিত করে ২৮ জন লোক ‘সামান্য’ আহত হয়েছেন বলে দাবি করেছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছে তারা।