কর্নাটকে মন্দিরের প্রসাদ খেয়ে ১১ জনের মৃত্যু

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্নাটকে মন্দিরের প্রসাদ খাওয়ার পর বিষক্রিয়ায় ১১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2018, 04:40 AM
Updated : 15 Dec 2018, 04:40 AM

ওই ঘটনায় অসুস্থ হয়ে পড়া অর্ধশত ভক্তকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বিবিসি জানায়, শুক্রবার চামারাজনগর জেলার মারাম্মা মন্দিরে এক ধর্মীয় অনুষ্ঠানের পর ভক্ত ও সাধারণ মানুষকে টমেটো ভাত খেতে দেওয়া হয়।

প্রসাদ হিসেবে দেওয়া ওই ভাত খাওয়ার পর বিষক্রিয়ায় আক্রান্ত প্রায় ৭০ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অসুস্থদের মধ্যে ১১ জনের অবস্থা ‘গুরুতর’ বলে পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন।

মন্দিরের ওই ভাত ‘নষ্ট ছিল’ বলে ধারণা স্বাস্থ্য কর্মকর্তাদের। পুলিশ এ ঘটনায় দুই জনকে আটক করার কথাও জানিয়েছে।

“আমাদের যে টমেটো ভাত দেওয়া হয়েছিল তাতে গন্ধ ছিল। যারা সেটি ফেলে দিয়েছিল তারা সবাই দিব্যি আছে। আরা যারা খেয়েছিল, তারা খাওয়ার পরপরই বমি করা শুরু করে ও পেট ব্যথার কথা জানায়,” বলেন মারাম্মা মন্দিরের অনুষ্ঠানে উপস্থিত থাকা এক ব্যক্তি।