কুইন্সল্যান্ডের দিকে ধেয়ে যাচ্ছে সাইক্লোন ওয়েন

অস্ট্রেলিয়ার কর্তৃপক্ষ কুইন্সল্যান্ড উপকূলের দিকে ধেয়ে যাওয়া শক্তিশালী একটি সাইক্লোন নিয়ে সতর্কতা জারি করেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Dec 2018, 09:21 AM
Updated : 14 Dec 2018, 09:21 AM

ঘণ্টায় ২০০ কিলোমিটার গতি নিয়ে নর্দার্ন টেরিটরির জলপথে সাইক্লোন ওয়েন এগিয়ে আসছে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন।

চার মাত্রার শক্তি নিয়ে এটি শনিবার স্থানীয় সময় ভোরের দিকে আছড়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষয়ক্ষতি এড়াতে কর্তৃপক্ষ কুইন্সল্যান্ডের বাসিন্দাদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে অনুরোধ জানিয়েছে।

“ওয়েন পূর্ব উপকূল দিয়ে আমাদের রাজ্যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ নিয়ে আসছে,” বলেছেন কুইন্সল্যান্ডের প্রিমিয়ার আন্নাস্টাসিয়া পালাসজুক।

সাইক্লোনের কারণে রাজ্যটির কিছু অংশে ৪০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলেও আবহাওয়াবিদরা সতর্ক করেছেন। ঝড়ের পাশাপাশি তাৎক্ষণিক বন্যার ব্যাপারেও হুঁশিয়ার করা হয়েছে।