শান্তিপূর্ণভাবে একে অপরের সীমানা টপকাল দুই কোরিয়ার সেনারা

সাড়ে ছয় দশক পর প্রথম দুই কোরিয়ার সেনারা শান্তিপূর্ণভাবে সীমানা রেখা টপকে একে অপরের ভূখণ্ডে পা রেখেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Dec 2018, 10:51 AM
Updated : 13 Dec 2018, 11:03 AM

বিবিসি জানায়, অসামরিক এলাকার (ডিমিলিটারাইজ জোন) দুই পাশের সীমান্ত চৌকিগুলো ভেঙে ফেলার কার্যক্রম পরিদর্শনের সময় বুধবার এ ঘটনা ঘটে।

এসময় উত্তর ও দক্ষিণের সেনারা একে অপরের সঙ্গে সহাস্যে করমর্দন করেন ও ছবি তোলেন।

১৯৫০-৫৩ সাল পর্যন্ত হওয়া যুদ্ধের পর এবারই শান্তিপূর্ণভাবে দেশদুটির সৈন্যদের সীমান্ত রেখা টপকানোর এ ঘটনা ঘটল।

কোরিয়াকে বিভক্ত করা ওই যুদ্ধের সমাপ্তি টানতে এখনো দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়নি।

চলতি বছর পিয়ংচ্যাংয়ে শীতকালীন অলিম্পিকে উত্তরের প্রতিনিধিদল অংশ নিলে সিউল ও পিয়ংইয়ংয়ের সম্পর্কের বরফ গলতে থাকে।

এরই ধারাবাহিকতায় উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে জুনে সিঙ্গাপুরে এক ঐতিহাসিক বৈঠকও হয়।

উত্তরের শীর্ষ নেতা কিম জং উন ও দক্ষিণের প্রেসিডেন্ট মুন জে-ইনের মধ্যে চলতি বছরই কয়েকদফা বৈঠক হয়েছে।

যুদ্ধের পর প্রথম কোনো দক্ষিণ কোরীয় রাষ্ট্রপ্রধান হিসেবে মুন উত্তর কোরিয়ায় সফরও করেছেন।

সম্পর্ক স্বাভাবিক করতে নভেম্বরে দুই নেতা ডিমিলিটারাইজ জোন থেকে ১০টি করে নিরাপত্তা চৌকি সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।

তারই ধারাবাহিকতায় বুধবার প্রথমে দক্ষিণের পরিদর্শকরা সীমানা রেখা টপকে উত্তরের নিরাপত্তা চৌকিগুলো ভেঙে ফেলার কার্যক্রম পরিদর্শন করেন। পরে উত্তর কোরিয়ার পরিদর্শকরাও একই পদাঙ্ক অনুসরণ করেন।

“বিভক্তির পর এবারই প্রথম উত্তর ও দক্ষিণের সেনারা শান্তিপূর্ণভাবে সামরিক বিভাজক রেখা টপকাল,” এক বিবৃতিতে জানায় দক্ষিণের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সীমান্তের ওই অসামরিক এলাকায় মাটির উপরে ও নিচে দেশদুটির এখনো অনেক নিরাপত্তা চৌকি বহাল আছে।

কয়েক দশকের মধ্যে গত মাসেই প্রথম দক্ষিণের একটি ট্রেন উত্তরে প্রবেশ করে। উত্তর কোরিয়ার রেল যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে সিউলের প্রতিশ্রুতির অংশ হিসেবেই ট্রেনটি সীমানা টপকায় বলেও পরে জানানো হয়।

মুনের সফরের পাল্টায় কিমও এই বছরই সিউল যাবেন বলে গুঞ্জন থাকলেও চলতি সপ্তাহের শুরুর দিকে দক্ষিণের সরকার ওই সম্ভাবনা উড়িয়ে দেয়। ২০১৯-র আগে উত্তরের শীর্ষ নেতার সফর হচ্ছে না বলেও নিশ্চিত করেছে তারা।