আগামী নির্বাচনের আগেই পদত্যাগ করব: মে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে নিজ দলের ডাকা আস্থা ভোটে লড়াই করে জয় ছিনিয়ে আনার অঙ্গীকার করলেও বলেছেন, আগামী নির্বাচনের আগেই পদত্যাগ করে নেতৃত্ব থেকে সরে দাঁড়াবেন তিনি।

>>রয়টার্স
Published : 12 Dec 2018, 07:30 PM
Updated : 12 Dec 2018, 07:35 PM

মে’র দলের নেতৃত্বে থাকা উচিত কিনা তা নিয়ে এরই মধ্যে কনজারভেটিভ এমপিদের ভোটাভুটি চলছে। ফল জানা যাবে আর কয়েকঘণ্টা পরই।

এ ভোট শুরুর আগেই কনজারভেটিভ আইনপ্রণেতাদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে মে জানান, ২০২২ সালের সাধারণ নির্বাচনে তিনি দলের নেতৃত্ব দেবেন না। আর আগাম নির্বাচনও করবেন না। তবে ব্রেক্সিট চুক্তি সম্পন্ন করার জন্য তিনি দায়িত্বে থাকতে চান।

দুই আইনপ্রণেতা একথা জানিয়েছেন। তারা জানান, মে তাদেরকে বলেছেন, দল আগামী নির্বচনে তার নেতৃত্ব চায় না সেটি তিনি স্বীকার করে নিচ্ছেন।

এমপিদের ভোটে নেতৃত্ব থেকে ছিটকে গেলে মে-কে প্রধানমন্ত্রী পদও হারাতে হতে পারে। তবে ভোটে মে হেরে গেলে সঙ্গে সঙ্গেই নতুন প্রধানমন্ত্রী আসবে না। কনজারভেটিভ পার্টি নতুন একজন নেতা নির্বাচন না করা পর্যন্ত মে’ই তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী থাকবেন। পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে ৬ সপ্তাহ সময় লাগতে পারে।