আর্থিক অনিয়মে অভিযুক্ত নিশানের সাবেক চেয়ারম্যান কার্লোস

জাপানের বিখ্যাত গাড়ি প্রস্তুতকারী কোম্পানি নিশানের সাবেক চেয়ারম্যান কার্লোস গোসের বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ দায়ের করা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2018, 03:56 PM
Updated : 10 Dec 2018, 03:56 PM

বিবিসি জানায়, তার বিরুদ্ধে ‘আর্থিক বিবরণীতে ৫ বছরের বেতন কম করে দেখানোর’ অভিযোগ এনেছেন জাপানের কৌঁসুলিরা।

এ বিষয়টি নিয়ে আরো অভিযোগের ভিত্তিতে তাকে পুনরায় গ্রেপ্তারও করা হয়। এক্ষেত্রে তাকে হয়ত ৩০ ডিসেম্বর পর্যন্ত আটক রাখা হবে।

কার্লোস শুরু থেকেই তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার এ মামলায় নিশানকেও অভিযুক্ত করেছেন কৌঁসুলিরা।

আর্থিক অনিয়মের অভিযোগের ভিত্তিতে গত নভেম্বরে  কার্লোসকে প্রথম আটক করা হয়। তাকে আটকে রাখার শেষ দিন ছিল সোমবার। ফলে কর্তৃপক্ষ এদিনের মধ্যেই তার বিরুদ্ধে চূড়ান্ত অভিযোগ আনল। অন্যথায় তাকে ছেড়ে দিতে হত।

কার্লোস শুধু নিশানের চেয়ারম্যানই ছিলেন না বরং কোম্পানিটির ফরাসি অংশীদার রেলন্টের প্রধান নির্বাহি কর্মকর্তাও ছিলেন।

‌‌দীর্ঘদিন ধরেই অনিয়মের অভিযোগ উঠছিল কার্লোসের বিরুদ্ধে। এ নিয়ে সংস্থার ভেতরেই তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। কয়েকমাস ধরে চলেছে সে তদন্ত। এতেই দেখা গেছে, তিনি কোম্পানির অর্থ নিজের কাজে ব্যবহার করা ছাড়াও বছরের পর বছর ধরে তার আয় কম করে দেখিয়েছেন।

২০১০ সাল থেকেই জাপানের নিয়মানুযায়ী, বিভিন্ন কোম্পানির নির্বাহীদের মধ্যে যাদের আয় ১০ কোটি ইয়েনের ওপরে তাদেরকে পুরো আয় দেখাতে হয়। কার্লোস এ নিয়ম মানেন নি।

মামলায় কার্লোস দোষী সাব্যস্ত হলে তার ১০ বছরের জেল হতে পারে এবং ৭০ কোটি ইয়েন জরিমানাও হতে পারে।