ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের পদত্যাগ

ভারতের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর উরজিত প্যাটেল পদত্যাগ করেছেন। মেয়াদ শেষের আগেই তিনি পদত্যাগ করলেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Dec 2018, 12:35 PM
Updated : 10 Dec 2018, 03:23 PM

সরকারের সঙ্গে দ্বন্দ্বে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া থেকে উর্জিত প্যাটেল পদত্যাগ করতে পারেন বলে জল্পনা ছিল আগে থেকেই। সোমবার ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র দিলে সঙ্গে সঙ্গে তা কার্যকর করা হয়।

সংক্ষিপ্ত এক বিবৃতিতে প্যাটেল বলেন, “ব্যক্তিগত কারণে আমি এ মুহূর্ত থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বছরের পর বছর ধরে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সেবা করতে পেরে আমি সম্মানিত।

“সাম্প্রতিক বছরগুলোতে আরবিআই কর্মী, কর্মকর্তা এবং ব্যবস্থাপকদের সমর্থন ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে ব্যাংক উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। আমার সব সহকর্মীসহ আরবিআই এর কেন্দ্রীয় বোর্ডের পরিচালকদেরকেও আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সবার ভবিষ্যৎ সাফল্য কামনা করছি।”

ব্যাংকের গভর্নর পদে প্যাটেলের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০১৯ সালের সেপ্টেম্বরে। তিনি ২০১৬ সালের ৪ সেপ্টম্বর গভর্নরের দায়িত্ব নিয়েছিলেন।