সাইপ্রাসে বৃষ্টি-বন্যা, নিহত ৪

তুমুল বৃষ্টির পর দেখা দেওয়া বন্যায় সাইপ্রাসে অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2018, 07:56 AM
Updated : 7 Dec 2018, 07:56 AM

ভূমধ্যসাগরের এই দ্বীপরাষ্ট্রটির উত্তরে বুধবার শিলাবৃষ্টি ও ঝড় আঘাত হানে বলে তার্কিশ সাইপ্রিয়ট গণমাধ্যমের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।

নিহত চারজনের গাড়ি বৃষ্টিতে ভেসে যায়। বুধবারের এ বৃষ্টিকে কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ বলেও অনেকে অভিহিত করেছেন।

সাইপ্রাসে আচমকা বৃষ্টির কারণে কিছু কিছু এলাকায় স্বল্প সময়ের জন্য জলাবদ্ধতা দেখা গেলেও সাধারণত বন্যা হয় না।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে বিভিন্ন গাড়িকে সমুদ্রে ভেসে যেতে ও পানিতে ডুবে থাকতে দেখা গেছে। অনেক এলাকায় পানি বাড়ির ভেতরেও ঢুকে পড়েছে।

নদীর পানি বেড়ে যাওয়ায় সাইপ্রাসের রাজধানী নিকোসিয়ারও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

রাজধানীর সঙ্গে ঐতিহাসিক পোতাশ্রয় কেরিনিয়ার সঙ্গে একটি সংযোগ সড়কও আংশিক বন্ধ রাখতে হয়েছে।

বৃষ্টি ও বন্যার পর বন্ধ আছে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানও। বুধবারের এ বৃষ্টিতে দ্বীপের দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগও ব্যাহত হয়।