নিউ ইয়র্কে সিএনএন ভবনে আবারও বোমাতঙ্ক

বোমাতঙ্কে আবারও যুক্তরাষ্ট্রের ক্যাবল নিউজ নেটওয়ার্কের (সিএনএন) নিউ ইয়র্ক ব্যুরোর কার্যালয় ঘণ্টা খানের বেশি সময়ের জন্য খালি করে ফেলা হয়েছিল।

নিউজডস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Dec 2018, 07:43 AM
Updated : 7 Dec 2018, 07:43 AM

বার্তা সংস্থা রয়টার্স জানায়, বৃহস্পতিবার রাতে এক ব্যক্তি ফোন করে নিউ ইয়র্ক সিটির ‘টাইম ওয়ার্নার সেন্টার বিল্ডিং’ এ পাঁচটি বোমা লুকিয়ে রাখা হয়েছে বলে জানায়। তার পরপরই পুলিশ সিএনএনর কার্যালয়সহ পুরো ভবন খালি করে ফেলে।

যদিও পুলিশ বহুতল ভবনের প্রতিটি তলা পরীক্ষা করে সন্দেহজনক কিছু পায়নি বলে জানায় সিএনএন।

মধ্যরাতের আগে দিয়ে পুলিশ ‘সব ঠিক আছে’ ঘোষণা করার পর পুনরায় সিএনএনর কার্যক্রম শুরু হয়।

বোমা রাখার খবর পাওয়ার পর পুলিশ ওই এলাকায় সব ধরণের যানবাহন ও পথচারী চলাচল বন্ধ করে দিয়েছিল।

পুলিশ জানায়, স্থানীয় সময় রাত ১০টার দিকে অজ্ঞাত পরিচয়ের ওই ব্যক্তির ফোন আসার সঙ্গে সঙ্গে পুলিশ টাইম ওয়ার্নার সেন্টার বিল্ডিং এলাকা ঘিরে ফেলে এবং ভবনের লোকজনদের বাইরে বের করে আনে।

 

সিএনএনে তখন সঞ্চালক ডন লেমনের সরাসরি অনুষ্ঠান চলছিল। বোমা থাকার খবর পাওয়ার পর ওই অনুষ্ঠান বন্ধ করে দিয়ে কর্মীরা সবাই বাইরে চলে যান। চ্যানেলটিতে ওই সময়ে অনুষ্ঠান চলছিল।

 

এর আগে গত অক্টোবরে যুক্তরাষ্ট্র জুড়ে বিখ্যাত ব্যক্তিদের নামে ডাকযোগে পাইপ বোমা পাঠানোর ঘটনা সময়ও সন্দেহজনক প্যাকেট পাওয়ার পর সিএনএন কার্যালয় খালি করে ফেলা হয়েছিল।