যুক্তরাষ্ট্রকে আফগান শান্তি আলোচনায় সমর্থনের আশ্বাস পাকিস্তানের

আফগানিস্তানে দীর্ঘ যুদ্ধ অবসানে তালেবানের সঙ্গে শান্তি আলোচনায় যুক্তরাষ্ট্রকে সমর্থনের আশ্বাস দিয়েছে পাকিস্তান।

>>রয়টার্স
Published : 6 Dec 2018, 01:47 PM
Updated : 6 Dec 2018, 01:52 PM

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিঠি দিয়ে আফগান শান্তি আলোচনায় সহায়তা চাওয়ার পর পাকিস্তান মঙ্গলবার সফররত মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদকে এ আশ্বাস দিয়েছে।

ট্রাম্প প্রশাসন আফগান-বংশোদ্ভুত প্রবীণ মার্কিন কূটনীতিক জালমে খলিলজাদকে তিনমাস আগে আফগান শান্তি আলোচনার জন্য বিশেষ দূত হিসাবে নিয়োগ করেছে।

ট্রাম্প শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে পাকিস্তানের কাছে লিখিতভাবে সহায়তা চাওয়ার পরদিনই খলিলজাদ পাকিস্তান সফরে গেছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাকে বলেছেন, তালেবানের সঙ্গে আলোচনায় ওয়াশিংটনকে যতটুকু সম্ভব সাহায্য করবে পাকিস্তান।