শ্রীলংকা সংকট সমাধান হবে এক সপ্তাহেই: সিরিসেনা

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনা বলেছেন, আগামী সাত দিনের মধ্যেই দেশের রাজনৈতিক সংকট সমাধান করা হবে।

>>আইএএনএস/বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Dec 2018, 12:42 PM
Updated : 6 Dec 2018, 12:42 PM

বুধবার তিনি এ আশ্বাস দেন। প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে শ্রীলংকার একটি আপিল আদালত সাময়িকভাবে বরখাস্ত করার পর সিরিসেনা এ ঘোষণা দিলেন।

এক বিবৃতিতে তিনি বলেন, “চলমান রাজনৈতিক সংকট এক সপ্তাহের মধ্যে সমাধা হবে। সম্পূর্ণভাবেই এর সমাধান করা হবে। এ উদ্যোগ আমি নেব জনগণের জন্য, আপনাদের জন্য এবং আমাদের মাতৃভূমির জন্য। আমি সব রাজনীতিবিদ ও রাজনৈতিক দলের প্রতি শান্তির হাত বাড়াচ্ছি।”

সিরিসেনা আরো বলেন, শ্রীলঙ্কার জনগণ উপকারের জন্য আগামী দিনগুলোতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হবে।

দেশে চলমান সংকটের জন্য তিনি দায়ী নন বলেও বিবৃতিতে উল্লেখ করেছেন সিরিসেনা। তিনি বলেন, “রাজনীতিতে অচলাবস্থা তৈরি করেছেন রনিল বিক্রমসিংহ। তার কার্যকলাপ এবং নীতির কারণেই বিদ্যমান পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তবে আমরা এ সমস্যা সমাধানের জন্য কাজ করব। আমরা দেশকে রক্ষা করব।”

প্রেসিডেন্ট সিরিসেনা গত ২৬ অক্টোবর রনিল বিক্রমাসিংহকে বরখাস্ত করেন এবং সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসেকে নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেন। কিন্তু তার এ সিদ্ধান্ত চ্যালেঞ্জের মুখে পড়ে।

পার্লামেন্টে দুইবার বিক্রমাসিংহের পক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণিত হয়। তবু সিরিসেনা সেই ফল মানতে অস্বীকার করেন। পরে স্পিকার শ্রীলঙ্কায় কার্যত কোনও প্রধানমন্ত্রী নেই বলে ঘোষণা দেন।