খাশুগজি হত্যা নিয়ে ব্রিফিং দেবেন সিআইএ প্রধান

সৌদি সাংবাদিক জামাল খাশুগজি হত্যা নিয়ে কয়েকটি সিনেট কমিটির নেতাদের কাছে রুদ্ধদ্বার ব্রিফিং করবেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান জিনা হাসপল।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Dec 2018, 02:46 PM
Updated : 4 Dec 2018, 02:46 PM

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমগুলো সোমবার এ খবর দিয়েছে। মঙ্গলবারই এ ব্রিফিং হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ‘দ্য ওয়াল স্টিট জার্নাল’।

সংশ্লিষ্ট এক মার্কিন সিনেটর সোমবার সিএনএন কে জানান, হাসপল সিনেট পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান এবং উর্ধ্বতন ডেমোক্র্যাটরাসহ সিনেট আর্মড সার্ভিসেস কমিটি এবং সিনেট এপ্রোপ্রিয়েশনস কমিটির স্টেট এন্ড ফরেইন অপারেশনস সাবকমিটিতে ব্রিফিং দেবেন।

স্থানীয় সময় বেলা সাড়ে ১১ টার দিকে এ ব্রিফিং হওয়ার কথা রয়েছে। এর আগে সিনেটের গোয়েন্দা কমিটিতে হাসপল এরই মধ্যে ব্রিফিং করেছেন বলেও জানান ওই সিনেটর।

গত সপ্তাহে জামাল খাশুগজি হত্যা নিয়ে সিনেটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের ব্রিফিংয়ে হাসপল না থাকায় আইনপ্রণেতারা ক্ষুব্ধ হন। সিআইএ প্রধানের অনুপস্থিতি নিয়ে সমালোচনা করেন তারা। এর এক সপ্তাহ পরই এ ব্রিফিংয়ের খবর এল।

সিআইএ প্রধান জিনা হ্যাসপলই এখন পর্যন্ত তুরস্কের কাছ থেকে পাওয়া খাশুগজি হত্যার রেকর্ড নিজ কানে শুনেছেন। এরপর সিআইএ ওই হত্যাকাণ্ডে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নির্দেশনা থাকার ধারণা প্রকাশ করেছিল।