ইংল্যান্ডে প্রতি চারজনে একজন তরুণী মানসিকভাবে অসুস্থ

ইংল্যান্ডে তরুণ ও শিশুদের মধ্যে মানসিক অসুস্থতা বাড়ছে। প্রায় প্রতি চারজনে একজন তরুণীই বিষন্নতা কিংবা দুঃশ্চিন্তার মতো মানসিক সমস্যায় ভুগছে। ন্যাশনাল হেলথ সার্ভিস (এনএইচএস) এর এক পরিসংখ্যানে এ তথ্য বেরিয়ে এসেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Nov 2018, 03:50 PM
Updated : 23 Nov 2018, 03:50 PM

এনএইচএস এর প্রতিবেদনে বলা হয়েছে, ১৭ থেকে ১৯ বছর বয়সের তরুণীদের ক্ষেত্রে একই বয়সের তরুণদের তুলনায় মানসিক সমস্যায় ভোগার ঝুঁকি দ্বিগুণ বেশি। এ বয়সের ২৩ দশমিক ৯ শতাংশ তরুণীই মানসিক বৈকল্যের শিকার হয়েছে।

আর ওই বয়সের চেয়ে কম বয়সী মেয়েদের ক্ষেত্রে এমন মানসিক স্বাস্থ্য সমস্যা কিছুটা কম হলেও এ সংখ্যা এখন ধীরে ধীরে বাড়ছে। ৫ থেকে ১৫ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে মানসিক বৈকল্যের হার প্রতি নয়জনে একজন। আগে এ হার ছিল প্রতি ১০ জনে একজন।

৯ হাজার তরুণীর ওপর জরিপ চালিয়ে এনএইচএস বিশেষজ্ঞরা মানসিক স্বাস্থ্য সমস্যার এ পরিসংখ্যান দিয়েছেন।

রয়্যাল কলেজের মনোরোগ বিশেষজ্ঞ বার্নাদকা ডুবিকা বলন, “মানসিক রোগাক্রান্ত তরুণীর সংখ্যা যেভাবে বাড়ছে তা খুবই উদ্বেগজনক।”

তার মতে, শারীরিক গড়ন নিয়ে অস্বস্তি, পরীক্ষার চাপ ও সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক বিভিন্ন বিষয় তরুণীদের মারাত্মকভাবে প্রভাবিত করছে। আবার যৌন নির্যাতনের শিকার হয়েও বেশিরভাগ সময়ই মানসিক সমস্যায় ভোগার ঝুঁকিতে রয়েছে তরুণীরা।”

মানসিক সমস্যায় ভোগা তরুণীদের যথোপোযুক্ত চিকিৎসা সেবার প্রয়োজন বলেও মত দেন ডুবিকা।