কৃষকদের পাশে অমিতাভ, শোধ করলেন ঋণ

ভারতের উত্তর প্রদেশের ঋণ জর্জরিত কৃষকদের পাশে দাঁড়িয়েছেন বলিউডের শাহেনশাহ খ্যাত অমিতাভ বচ্চন। কৃষকদের ৪ কোটি রুপিরও বেশি ঋণ পরিশোধ করে দিয়েছেন তিনি।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2018, 05:09 PM
Updated : 20 Nov 2018, 05:09 PM

মঙ্গলবার বচ্চন তার ব্লগে লেখেন, ১ হাজার ৩৯৮ জন কৃষকের ঋণ পরিশোধ করে দিয়ে তাদেরকে ঠিকমত দেখভাল করতে সফল হয়েছেন বলেই বোধ করছেন তিনি।

এর আগে গত মাসেই কৃষকদের পাশে দাঁড়ানোর ঘোষণা ব্লগে দিয়েছিলেন বচ্চন। কৃষকরা যাতে ঋণের বোঝা মাথায় নিয়ে নিরুপায় হয়ে আত্মহত্যার পথ বেছে না নেয়, শুধুমাত্র সেকারণেই আর্থিক সহায়তার হাত বাড়াচ্ছেন বলে জানিয়েছিলেন তিনি।

আর এখন নিজের জন্মস্থান উত্তর প্রদেশের কৃষকদের ঋণমুক্ত করলেন বচ্চন। সরকারি মালিকানাধীন ব্যাংক অব ইন্ডিয়ার কাছে কৃষকদের এই ঋণ ছিল। ব্যাংকটি বচ্চনকে ঋণ পরিশোধের সার্টিফিকেটও দিয়েছে বলে জানিয়েছে বিবিসি।

এর আগে বচ্চন মহারাষ্ট্রের ৩৫০ জন কৃষকের ঋণ পরিশোধে সহায়তা করেছিলেন। গত বছর সেখানে হাজার হাজার কৃষক ঋণ মুওকুফ এবং শস্যের ভাল দামের দাবিতে বিশাল বিক্ষোভ করেছিল।

ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে ভারতে অনেক কৃষকই আত্মহত্যা করে। ১৯৯৫ সাল থেকে ভারতে ঋণ জর্জরিত হয়ে অন্ততপক্ষে ৩ লাখ কৃষক আত্মহত্যা করেছে।