মৃত তিমির পেটে মিলল ৬ কেজি প্লাস্টিক

ইন্দোনেশিয়ার ন্যাশনাল পার্কে সমুদ্র থেকে ভেসে আসা একটি মৃত তিমির পেটে প্রায় ছয় কেজি প্লাস্টিক বর্জ্য পাওয়া গেছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2018, 04:29 PM
Updated : 20 Nov 2018, 04:32 PM

সোমবার কাপোতা দ্বীপের ওয়াকাতবি ন্যাশনাল পার্কের উপকূলে ৩১ ফুট দৈর্ঘ্যের ওই মৃত তিমিটি খুঁজে পাওয়া যায় বলে জানায় বিবিসি।

সেটির পেট থেকে ১১৫টি প্লাস্টিকের কাপ, চারটি প্লাস্টিকের বোতল, ২৫টি প্লাস্টিকের ব্যাগ এবং দুইটি ফ্লিপ-ফ্লপ বের করা হয়েছে।

এ ঘটনা পরিবেশবিদদের সাগরে দূষণের মাত্রা নিয়ে উদ্বিগ্ন করে তুলেছে।

ইন্দোনেশিয়ার এক কর্মকর্তা বলেন, “তিমিটির মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া না গেলেও আমরা যা দেখলাম তা সত্যিই উদ্বেগজনক।”

ইন্দোনেশিয়াসহ দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোতে প্লাস্টিক পণ্যের অতিরিক্ত ব্যবহার এবং প্লাস্টিক বর্জ্য ঠিকমত অপসারণের ব্যবস্থা নেই। ওইসব বর্জে্যর একটি বড় অংশ বিভিন্ন নদী হয়ে সাগরে এসে পড়ে।

‘ওসান কনজারভেন্সি’র ২০১৫ সালের প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার পাঁচ দেশ চীন, ইন্দোনেশিয়া, ফিলিপিন্স, ভিয়েতনাম ও থাইল্যান্ডের ৬০ শতাংশের বেশি প্লাস্টিক বর্জ্য সাগরে পড়ে।

এখনই ব্যবস্থা গ্রহণ না করলে আগামী এক দশকের মধ্যে সমুদ্রে প্লাস্টিক বর্জে্যর পরিমাণ তিনগুণ হবে বলেও এক প্রতিবেদনে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

প্লাস্টিক ব্যাগের কারণে প্রতি বছর সাগরে শত শত প্রাণী মারা যায়।

এ বছর জুনে দক্ষিণ থাইল্যান্ডের সৈকতে ভেসে আসা একটি মৃত পাইলট তিমির পেটে ৮০টি প্লাস্টিক ব্যাগ পাওয়া যায়।

গত বছর শেষ দিকে জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, ‘দায়িত্বজ্ঞানহীন ক্ষতির’ কারণে সমুদ্রের জীববৈচিত্র আজ হুমকির মুখে।

প্রতি বছর প্রায় ১০ মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য সমুদ্রে গিয়ে পড়ছে বলেও ওই প্রতিবদনে জানানো হয়।