দিল্লির কারোল বাগে কারখানায় আগুন, নিহত ৪

ভারতের পুরান দিল্লিতে একটি আবাসিক ভবনে অবৈধ কারখানায় অগ্নিকাণ্ডে চার জন নিহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2018, 04:20 PM
Updated : 19 Nov 2018, 04:20 PM

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে দিল্লির বিদনপুরার করোল বাগে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।

পুলিশ জানায়, ভবনের নিচতলায় একটি অবৈধ ‘লন্ড্রি’ দোকানে ছয়কর্মী কাপড় আয়রন করছিল। সেখান থেকে কোনো ভাবে আগুন ধরে পুরো ঘরে ছড়িয়ে যায়।

কর্মীরা তাড়াহুড়া করে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু একজন স্থুল ব্যক্তি বের হওয়ার সরু দরজায় আটকা পড়ে গেলে ঘরের বাকিরা আর বের হতে পারেনি।

নিহতরা হলেন, বাগান প্রসাদ (৫৫), রাম (৪০) আরতি (২০) ও আশা (৪০)। অগ্নিদগ্ধ অজিতকে (২৩) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অজিতের বর্ণনায়, সে জিনিসপত্র প্যাকেট করছিল। আগুন ধরার সঙ্গে সঙ্গে সে দৌড়ে ঘর থেকে বেরিয়ে আসে। ঘরে ওই সময় ছয়জন ছিল।

আগুন লাগার সঙ্গে সঙ্গে দিল্লি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। কিন্তু সরু গলি হওয়া গাড়ি ভবন পর্যন্ত যেতে বেগ পেতে হয়েছে।

ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি দুপুর একটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বাড়ির মালিক অজয় খুরানাকে গ্রেপ্তার করা হয়েছে।