রাশিয়া তদন্ত: মুলারের প্রশ্নের ‘জবাব দিচ্ছেন ট্রাম্প’

দুই বছর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে চলা বিচার বিভাগীয় তদন্তে তাকে করা প্রশ্নের জবাব লেখা শেষ করেছেন বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 Nov 2018, 05:25 AM
Updated : 17 Nov 2018, 05:25 AM

শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথোপকথনে এ মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি ‘খুব সহজেই’ প্রশ্নগুলোর উত্তর লিখেছেন। তবে এখনো ওই জবাব জমা দেওয়া হয়নি।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে রিপাবলিকান শিবির ও মস্কোর মধ্যে কোনো ধরনের আঁতাত ছিল কিনা, গত বছর থেকে স্পেশাল কাউন্সেল রবার্ট মুলার ও তার তদন্ত দল এ নিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন।

তাদের অনুসন্ধানে এখনও বড় কিছু না মিললেও ওই তদন্তের সূত্রেই কর ফাঁকি, জালিয়াতি ও মিথ্যা বলার দায়ে ট্রাম্প শিবিরের সাবেক বেশ কজন কর্মকর্তা এরই মধ্যে ফেঁসে গেছেন, জানিয়েছে বিবিসি।

ট্রাম্প অবশ্য শুরু থেকেই এ বিচার বিভাগীয় তদন্তকে ‘উইচ হান্ট’ হিসেবে অভিহিত করে আসছেন।

বৃহস্পতিবারও তিনি টুইটারে মুলারকে ‘দ্বন্দ্বমূলক ব্যক্তি’ হিসেবে অ্যাখ্যা দিয়েছেন, তদন্তকে বলেছেন ‘একেবারেই বাজে’। যারা দীর্ঘদিন ধরে এই তদন্ত কাজে জড়িত তারা ‘দেশের জন্য মর্যাদাহানিকর ব্যক্তি’ বলেও মত তার।

অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে পদত্যাগে বাধ্য করার সপ্তাহখানেক পর মুলারের তদন্তের দিকে নতুন করে এ তীর ছুড়লেন মার্কিন প্রেসিডেন্ট। সেশনসের জায়গায় ট্রাম্প বসিয়েছেন ম্যাথিউ হোয়াইটেকারকে, যার হাতেই এখন মুলার ও তার তদন্ত কার্যক্রমকে বরখাস্ত করার ক্ষমতা রয়েছে। 

সাংবাদিকদের সঙ্গে শুক্রবারের আলোচনায় ট্রাম্প বলেন, বিচার বিভাগীয় এ তদন্ত ‘মিলিয়ন মিলিয়ন মার্কিন ডলার’ অপচয় করছে এবং এটি ‘কখনোই হওয়া উচিত ছিল না’।

যে প্রশ্নগুলোর উত্তর লিখতে রাজি হয়েছিলেন, সেগুলো যারা লিখেছে তাদের ‘সম্ভবত খারাপ উদ্দেশ্য আছে’ বলেও মন্তব্য করেছেন তিনি।

“আমি নিশ্চিত তারা চতুর। আপনারা জানেন, তারা মানুষকে আটকাতে পছন্দ করেন। আমার আইনজীবীরা সেগুলোর উত্তর লেখেনি, আমি লিখেছি। আমাকে অনেকগুলো প্রশ্ন করা হয়েছে, খুব সহজেই সেগুলোর উত্তর লিখেছি আমি,” বলেন ট্রাম্প।