জাপান সাগরে দুই ট্রলারের সংঘর্ষের পর ‍উদ্ধার ১৩

জাপান সাগরে দক্ষিণ কোরীয় একটি ট্রলার ও জাপানি একটি মাছ ধরার নৌকার মধ্যে সংঘর্ষের পর সাগর থেকে ১৩ নাবিককে উদ্ধার করা হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Nov 2018, 05:04 AM
Updated : 15 Nov 2018, 05:04 AM

বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ৯টা ৩৮ মিনিটে উভয়দেশের দাবি করা একটি দ্বীপ থেকে ৩৩০ কিলোমিটার উত্তরপূর্বে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

দক্ষিণ কোরীয় কোস্টগার্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, সংঘর্ষে দক্ষিণ কোরিয়ার ৪৮ টনি ট্রলারটি আংশিক ডুবে যায়। এ সময় আশপাশে থাকা মাছ ধরার জলযানগুলো ওই ট্রলারের ১৩ নাবিকের সবাইকে উদ্ধার করে।

টোকিও থেকে জাপানি মন্ত্রিসভার মুখ্যসচিব ইয়োশিহিদি সুগা এ সংঘর্ষের ঘটনা নিশ্চিত করে এ ঘটনায় জাপানি নৌকার কেউ আঘাত পাননি বলে জানিয়েছেন। 

দক্ষিণ কোরিয়ায় দোকদো ও জাপানে তাকেশিমা নামে পরিচিত একটি দ্বীপের উত্তরপূর্বে জাপান সাগরে ঘটনাটি ঘটেছে। দক্ষিণ কোরীয়রা এই সাগরটিকে পূর্ব সাগর বলে থাকে।

দুই দেশের জলসীমার মধ্যবর্তী এলাকায় ঘটা এ সংঘর্ষের পর ঘটনাস্থলে একটি টহল জাহাজ ও একটি হেলিকপ্টার পাঠিয়েছে দক্ষিণ কোরিয়ার কোস্ট গার্ড।