যুক্তরাষ্ট্রে গতবছর বিদ্বেষমূলক অপরাধ ১৭% বেড়েছে: এফবিআই

যুক্তরাষ্ট্রজুড়ে বিদ্বেষমূলক অপরাধ বাড়ছে। ২০১৭ সালে এ ধরনের অপরাধ আগের বছরের তুলনায় ১৭ শতাংশ বেড়েছে বলে জানিয়েছে গোয়েন্দা সংস্থা ‘ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন’ (এফবিআই)।

>>রয়টার্স
Published : 14 Nov 2018, 02:37 PM
Updated : 14 Nov 2018, 02:37 PM

মঙ্গলবার সংস্থাটির দেওয়া নতুন পরিসংখ্যানে দেখা গেছে, ২০১৬ সালে বিদ্বেষমূলক অপরাধের সংখ্যা ছিল ৬ হাজার ১২১ টি। পরের বছর এ সংখ্যা বেড়ে ৭ হাজার ১৭৫ হয়েছে।

এ নিয়ে এফবিআই পরপর টানা তিন বছর তাদের প্রতিবেদনে বিদ্বেষমূলক অপরাধ বাড়ার কথা জানাল। ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে এ ধরনের অপরাধ বেড়েছে প্রায় ৫ শতাংশ।

বেশিরভাগ ক্ষেত্রে কৃষ্ণাঙ্গ এবং ইহুদি আমেরিকানরা বিদ্বেষমূলক অপরাধের শিকার হচ্ছে। ২০১৭ সালে এ ধরনের সাত হাজারের বেশি অভিযোগ দায়ের হয়েছে। যার মধ্যে প্রায় ৬০ শতাংশ হামলা জাতি, সম্প্রদায় বা জাতীয়তাবাদ নিয়ে বিদ্বেষের জেরে সংঘঠিত হয়েছে।

দুই হাজার ১৩ টি ক্ষেত্রে হামলার লক্ষ্য হয়েছে কৃষ্ণাঙ্গ এবং ৯৩৮ ক্ষেত্রে ইহুদি আমেরিকানরা হামলার শিকার হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল ম্যাথু হুইটেকার এফবিআই এর এ প্রতিবেদনকে ‘ব্যবস্থা গ্রহণের আগাম সংকেত’ বলে বর্ণনা করেছেন।

তিনি বলেন, এ ধরনের হামলা ‘আমেরিকান হিসেবে আমাদের মূল্যবোধের ঘৃণ্য লঙ্ঘন’।

 “বিচারবিভাগ সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে আমেরিকায় নৃশংস অপরাধ হ্রাসে কাজ করবে। বিদ্বেষমূলক অপরাধ নৃশংস অপরাধের মধ্যেই পড়ে।”

“আমি আমেরিকার জনগণকে নিশ্চিত করে বলতে চাই, বিচারবিভাগ এরই মধ্যে এ ধরনের অপরাধের বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং নির্মূল অভিযান শুরু করেছে। আমরা তাদের অধিকার সুরক্ষায় সর্বাত্মক ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করব,” বলেন হুইটেকার।

২০১৬ সাল জুড়ে ইহুদি আমেরিকানদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ উল্লেখযোগ্য হারে বেড়েছে, যা প্রায় ৩৭ শতাংশ। তবে ২০১৬ সালের তুলনায় ২০১৭ সালে মুসলিমদের উপর হামলা ৬ শতাংশ কমেছে।