মেলানিয়ার কাছ থেকে শীর্ষ উপদেষ্টাকে বরখাস্ত করার চাপে ট্রাম্প

স্ত্রী মেলানিয়ার কাছ থেকে জাতীয় উপ-নিরাপত্তা উপদেষ্টাকে বরখাস্ত করার চাপে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

>>রয়টার্স
Published : 14 Nov 2018, 12:38 PM
Updated : 14 Nov 2018, 12:38 PM

যুক্তরাষ্ট্রের গণমাধ্যমের খবরে বলা হয়েছে, অক্টোবরে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া আফ্রিকা সফরের সময় উপ-নিরাপত্তা উপদেষ্টা মিরা রিকার্ডেলের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েছিলেন।

মেলানিয়ার কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, রিকার্ডেলকে বরখাস্ত করা উচিত। মেলানিয়া কেন রিকার্ডেলকে সরাতে চাইছেন তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।

তবে কয়েকজন কর্মকর্তা বলেছেন, অক্টোবরে আফ্রিকা সফরের সময় রিকার্ডেলের সঙ্গে বাক-বিতন্ডারই জেরেই মেলানিয়া তাকে সরাতে চাইছেন।

মেলানিয়া তার সঙ্গে রিকার্ডেলের আচরণ নিয়ে ট্রাম্পের কাছে অভিযোগও করেছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউজের দুই কর্মকর্তা।

রিকার্ডেল কে নিয়ে মেলানিয়ার প্রতিক্রিয়ার ব্যাপারে হোয়াইট হাউজ এবং জাতীয় নিরাপত্তা কাউন্সিল এখনো কোনো মন্তব্য করেনি।

প্রেসিডেন্টের দুই সহযোগী জানিয়েছেন, ট্রাম্প জাতীয় উপ-নিরাপত্তা উপদেষ্টা মিরা রিকার্ডেলকে বরখাস্ত করার কথা ভেবে দেখছেন। তবে মঙ্গলবার পর্যন্ত তার বরখাস্ত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।