কৃষ্ণ সাগরে ২,৪০০ বছর পুরোনো আস্ত জাহাজের সন্ধান

কৃষ্ণ সাগরের তলায় খোঁজ মিলেছে ২ হাজার ৪শ’ বছরেরও বেশি আগের প্রায় আস্ত একটি জাহাজের।

>>রয়টার্স
Published : 23 Oct 2018, 12:56 PM
Updated : 23 Oct 2018, 01:14 PM

গবেষকরা বলছেন, ২৩ মিটারের এ জাহাজটি প্রাচীন গ্রিসের। মঙ্গলবার গণমাধ্যমের খবরে একথা জানানো হয়েছে।

আন্তর্জাতিক মেরিটাইম আর্কিওলজিক্যাল প্রজেক্ট তাদের দীর্ঘদিনের অভিযানে এ নিয়ে এ পর্যন্ত ৬০টির বেশি জাহাজ খুঁজে পেল।

জাহাজটির রাডারসহ পুরো কাঠামোটিই একেবারে ঠিকঠাক আছে। জাহাজটি অনেক বেশি গভীরে থাকায় এটিতে অক্সিজেন পৌঁছতে পারেনি। আর সে কারণেই জাহাজটি সুরক্ষিত থেকেছে বলে জানিয়েছেন গবেষকরা।

এ জাহাজ প্রায় ২ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। জাহাজের একটি সামান্য অংশ নিয়ে কার্বন ডেটিং পদ্ধতিতে এটি কত বছরের পুরোনো তা নির্ণয় করেছেন বিজ্ঞানীরা।

ইংল্যান্ডের সাউদাম্পটন বিশ্ববিদ্যালয় বলছে, এটিই প্রাচীনতম গোটা জাহাজের ধ্বংসবশেষ। এটি একটি বাণিজ্য তরী বলেই ধারণা বিজ্ঞানীদের।

যুক্তরাজ্যের জাদুঘরে রাখা প্রাচীন গ্রিসের একটি পটারির এক পাশে যে জাহাজের নকশা রয়েছে সন্ধান মেলা আস্ত জাহাজটিও অনেকটা সেরকমই, বলছেন প্রত্নতত্ত্ববিদরা। গ্রিক কবি হোমারের মহাকাব্যে ওডেসিয়াসের জাহাজের বর্ণনার সঙ্গে এ জাহাজের কিছু অংশ মিলেছে বলেও দাবি তাদের।

এ জাহাজ উদ্ধার হওয়ায় প্রাচীনকালের জাহাজ নির্মাণ এবং তা পানিতে ভাসানোর দিকটি নিয়ে অনেক নতুন তথ্য জানা সম্ভব হবে বলে মন্তব্য করেছেন সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর জন এডামস।