তাইওয়ানে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ১৮

তাইওয়ানে যাত্রীবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ১৮ জন নিহত এবং ১৩৭ জন আহত হয়েছে।

>>রয়টার্স
Published : 21 Oct 2018, 01:02 PM
Updated : 22 Oct 2018, 03:38 AM

রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ইয়ালিন কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।

দ্রুতগতির ট্রেন ‘পুয়ুমা এক্সপ্রেস ৬৪৩২’ ট্রেনটি রাজধানী তাইপে থেকে পূর্ব উপকূলীয় তাইতুং কাউন্টিতে যাচ্ছিল।

তাইপে থেকে ৭০ কিলোমিটার দূরে সুয়াও শহরে সিনমা স্টেশনের কাছে এটি লাইনচ্যুত হয়। ট্রেনটির ৮ টি বগি লাইনচ্যুত হয়েছে।

ট্রেনটিতে মোট ৩৬৬ মানুষ ছিল। বগির নিচে আরো বহু মানুষ চাপা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা তাৎক্ষণিভাবে পরিষ্কার জানা য়াযনি। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারা বড় ধরনের শব্দ শুনেছেন এবং স্ফূলিঙ্গ আর ধোঁয়া দেখেছেন।

ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছে।  তারা আহতদেরকে হাসপাতালে নিচ্ছে এবং বগিতে আটকে থাকা যাত্রীদের উদ্ধার করছে।

দুর্ঘটনাটি সম্পর্কে প্রধানমন্ত্রীকেও অবগত করা হয়েছে বলে জানিয়েছে তাইওয়ানের কেন্দ্রীয় সরকার।