নাইজেরিয়ায় সাম্প্রদায়িক সহিংসতায় নিহত ৫৫

নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাদুনা রাজ্যের একটি বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে সাম্প্রদায়িক সহিংসতায় ৫৫ জন নিহত হয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2018, 04:19 AM
Updated : 21 Oct 2018, 04:57 AM

শনিবার রাজ্যটির কাসুয়ান মাগানি শহরে এ ঘটনা ঘটেছে বলে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারির বরাতে জানিয়েছে বিবিসি।

শহরটির একটি বাজারে ঠেলাগাড়ি চালকদের মধ্যে ঝগড়ার পরিণতিতে মুসলিম ও খ্রিস্টান তরুণরা সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।

এ ঘটনায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কাদুনা রাজ্য পুলিশের কমিশনার। ঘটনার পর কর্তৃপক্ষ শহরজুড়ে কারফিউ জারি করেছে।

প্রেসিডেন্ট বুহারির দাপ্তরিক মুখপাত্র গার্বা শেহু এক টুইটে জানিয়েছেন, এ ধরনের বিরোধের ঘটনায় ঘন ঘন সহিংসতার ব্যবহারে ‘উদ্বেগ’ প্রকাশ করেছেন বুহারি।

বুহারি বলেছেন, “জীবনের পবিত্রতার প্রতি এই উপেক্ষা কোনো সংস্কৃতি ও ধর্মই সমর্থন করে না। যে কোনো সমাজের কল্যাণ ও অগ্রগতির জন্য শান্তিপূর্ণ সহাবস্থান জরুরি।

“বিভিন্ন গোষ্ঠীর মধ্যে সুসম্পর্ক ছাড়া আমাদের দৈনন্দিন উদ্দেশ্য সাধনও অসম্ভব হবে।”

তিনি সহনশীলতাকে উৎসাহিত করতে এবং এ ধরনের মতভেদ সহিংসতায় পর্যবসিত হওয়ার আগেই থামানোর জন্য সমাজের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।