মার্কিন ত্রাণ সংগঠনগুলোর উ. কোরিয়া গমনে নিষেধাজ্ঞা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন মার্কিন ত্রাণ সংগঠনগুলোর উত্তর কোরিয়া গমন নিষিদ্ধ করেছে।

>> Reutersবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Oct 2018, 01:43 PM
Updated : 18 Oct 2018, 01:43 PM

পারমাণবিক অস্ত্র কর্মসূচি নির্মূলের জন্য পিয়ংইয়ংয়ের ওপর চাপ জারি রাখতেই এ পদক্ষেপ।

গত বছর উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘ আরোপিত নিষেধাজ্ঞার পর ত্রাণ সংগঠনগুলো তাদের কিছু কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হয়েছে।যেমন: দেশটিতে কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা।

উত্তর কোরিয়া বিশ্বের সবচেয়ে গরিব দেশ। সেদেশের মানুষেরা খাদ্য সংকটে ভুগছে।

দেশটির পারমাণবিক কর্মসূচির রাশ টেনে ধরতে সর্বোচ্চ চাপ বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে যুক্তরাষ্ট্র।আর তাই নিষেধাজ্ঞা কঠোর করতে মার্কিন প্রশাসন এসব পদক্ষেপ নিচ্ছে। গত মাস থেকেই মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয় ত্রাণকর্মীদেরকে উত্তর কোরিয়া ভ্রমণের বিশেষ অনুমতি দেওয়া বন্ধ করেছে।

ট্রাম্প ২০১৭ সালের সেপ্টেম্বরে আমেরিকান নাগরিকদের উত্তর কোরিয়া ভ্রমণ নিষিদ্ধ করার পর এ বছর কিছু কিছু ক্ষেত্রে একই ধরনের পদক্ষেপ নেওয়া হয়।

গত বছর উত্তর কোরিয়ায় আটক মার্কিনি ওটো ওয়ার্মবিয়ার কোমায় থাকা অবস্থায় মুক্তি পেয়ে দেশে ফিরে মারা যাওয়ার পর যুক্তরাষ্ট্র মার্কিন নাগরিকদের পিয়ংইয়ং ভ্রমণ নিষিদ্ধ করে।