ট্রাম্প ১শ’ ভাগ আমার পাশে আছেন: ম্যাটিস

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস তাকে সরিয়ে দেওয়া হতে পারে এমন জল্পনার মাঝে প্রেসিডেন্ট ট্রাম্পের পূর্ণ সমর্থন পাওয়ার কথা জানিয়েছেন। ট্রাম্প তাকে ‘একশত ভাগ’ তার পাশে থা্কার কথা বলেছেন বলে জানান ম্যাটিস।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2018, 02:39 PM
Updated : 16 Oct 2018, 02:39 PM

রোববার সিবিএস নিউজের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে ম্যাটিসকে ‘ডেমোক্র্যাটদের মতো’ বলে কটাক্ষ করে তাকে সরানোর ইঙ্গিত দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরই ম্যাটিস ওই কথা বললেন।

মঙ্গলবার ভিয়েতনামে পৌঁছানোর আগে সাংবাদিকদের ম্যাটিস বলেন, ওয়াশিংটন থেকে প্রায় ২০ ঘণ্টার ফ্লাইটে একটি ফোনকলে ট্রাম্পের কাছ থেকে নতুন করে আশ্বাস পেয়েছেন তিনি।

“(ট্রাম্প) বলেছেন, আমি ১০০ ভাগ আপনার সঙ্গে আছি,” বলেন ম্যাটিস।

তিনি আরো বলেন, চাকরিতে ইস্তফা দেওয়ার ব্যাপারে ট্রাম্পের সঙ্গে তার কোনো কথা হয়নি।

তাছাড়া, তাকে সরানো হতে পারে এমন জল্পনাও উড়িয়ে দিয়ে ম্যাটিস বলেছেন, “আমি তার টীমেই আছি। আমার সরে যাওয়া নিয়ে আমাদের মধ্যে কোনো কথা হয়নি। আর আপনারা তো দেখছেনই যে আমরা এশিয়ার পথে রয়েছি। আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি।”