উপ-নির্বাচনে জিতে মালয়েশিয়ার রাজনীতিতে ফিরলেন আনোয়ার

মালয়েশিয়ার সাবেক উপ প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উপ-নির্বাচনে জয়লাভ করে রাজনীতিতে ফিরেছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2018, 01:31 PM
Updated : 14 Oct 2018, 01:31 PM

শনিবার দক্ষিণাঞ্চলের উপকূলীয় শহর পোর্ট ডিকসন আসনের উপ নির্বাচনে বড় ব্যবধানে জয় পেয়ে পার্লামেন্টে আসন নিশ্চিত করেছেন ৭১ বছরের এই নেতা।

আনোয়ার ৭১ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেন। যদিও এদিন ভোটার উপস্থিতি কম ছিল বলে জানায় বিবিসি। এ জয়ের মাধ্যমে মূলধারার রাজনীতিতে ফিরে প্রধানমন্ত্রী হওয়ার পথে আরো একধাপ এগিয়ে গেলেন আনোয়ার।

সমকামিতা ও দুর্নীতির অভিযোগে দোষী সাব্যস্ত আনোয়ার গত তিন বছর কারাগারে ছিলেন। গত মে মাসে রাজক্ষমায় কারামুক্ত হন তিনি।

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে উঠার পর তাকে ক্ষমতাচ্যুত করতে রাজনীতিতে দীর্ঘ দিনের শত্রু মাহাথির মোহাম্মদ ও আনোয়ার ইব্রাহিম একজোট হয়ে মে’র জাতীয় নির্বাচনে অংশ নেন এবং তাদের জোট পাকাতান হারাপান বা অ্যালিয়েন্স অব হোপ  জয়লাভ করে।

অবসান হয় বারিসান ন্যাশনাল কোয়ালিশনের ৬১ বছরের শাসনের। একসময় মাহাথির এ দলের প্রধান ছিলেন।

আনোয়ার কারাগারে থাকায় মে’র নির্বাচনে অংশ নিতে ২০ বছরের অবসর ভেঙ্গে রাজনীতিতে ফিরেছিলেন মাহাথির।

মাহাথিরের পছন্দের প্রার্থী হয়ে যে রাজাক ক্ষমতায় এসেছিলেন,  দুর্নীতির অভিযোগ উঠায় তাকেই তিনি ক্ষমতা থেকে টেনে নামান।

জোট গঠনের সময় ৯৩ বছরের মাহাথির দুই বছর পর আনোয়ারের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সে অনুযায়ী জয়লাভের পরপরই মালয়েশিয়ার রাজার কাছে আনোয়ারকে সম্পূর্ণ ক্ষমা করে দেওয়ার আবেদন করেন তিনি।

উচ্ছ্বসিত সমর্থকদের সামনে আনোয়ার বলেন, “সোমবার পার্লামেন্টে আপনাদের সঙ্গে আমার দেখা হবে।

“যারা আমাকে ভোট দিয়েছেন তাদের এবং দেশজুড়ে আমাদের সব মিত্রদের আমি বলেতে চাই,  আপনারা আমার উপর যে আস্থা রেখেছেন তা আমি ভেস্তে যেতে দেব না।”