মৃত্যুদণ্ড বিলুপ্ত করছে মালয়েশিয়া

মালয়েশিয়া ঔপনিবেশিক আমলের রাজদ্রোহ আইনসহ মৃত্যুদণ্ড বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে।

>>রয়টার্স
Published : 11 Oct 2018, 02:40 PM
Updated : 11 Oct 2018, 02:40 PM

পার্লামেন্টে আগামী সোমবারের অধিবেশনেই এ সংক্রান্ত বিল উত্থাপন করা হতে পারে। বছরের শেষ নাগাদ হয়ত দুটি আইনই রদ হবে।

যোগাযোগ ও মাল্টিমিডিয়া বিষয়ক মন্ত্রী গোবিন্দ সিং দেও বৃহস্পতিবার দেশের মন্ত্রিসভার এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন।

এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “আমরা যতদূর জানি একটি সিদ্ধান্ত হয়েছে। এখন এটর্নি জেনারেলকে সেটি জানাতে হবে। তখন তিনিই এরপর কি করতে হবে সে সিদ্ধান্ত নেবেন।”

মানবাধিকার সংগঠনগুলো মালয়েশিয়া সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।