উত্তর কোরিয়া থেকে কিছু নিষেধাজ্ঞা তুলে নেবে সিউল

উত্তর কোরিয়ার ওপর থেকে একতরফা কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ভাবছে দক্ষিণ কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2018, 02:09 PM
Updated : 11 Oct 2018, 02:09 PM

দুই দেশের সম্পোর্কন্নয়নে কূটনীতিতে আরো গতি সঞ্চার এবং উত্তর কোরিয়াকে নিরস্ত্রীকরণে উৎসাহিত করতেই এ পদক্ষেপ বলে জানিয়েছেনদক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ক্যাং কিউং-হা।

বুধবার পার্লামেন্টের অডিট চলার সময়ে কিউং-হা লেন, ২০১০ সালে উত্তর কোরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া যায় কিনা তাভেবে দেখছে সিউল। ওই বছর দক্ষিণ কোরিয়ার একটি রণতরীতে পিয়ংইয়ং এর টর্পেডো হামলায় নিহত হয়েছিল ৪৫ দক্ষিণ কোরীয় নাবিক।

ওই হামলার জবাবেই সিউল উত্তর কোরিয়ার ওপর দ্বিপক্ষীয় বাণিজ্য, লেনদেন, বিনিয়োগ ও ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

পররাষ্ট্রমন্ত্রী কিউং বলেন, “এ ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বিষয়টি প্রক্রিয়াধীন।সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে  সরকার আলোচনা করছে।”

সম্প্রতি দুই কোরিয়ার মধ্যে ধীরে ধীরে সম্পর্ক স্বাভাবিক হচ্ছে। দক্ষিণ কোরিয়ায় প্রেসিডেন্ট মুন জে ইনের আমলে উত্তর কোরিয়ার ওপর থেকে সিউলের কিছু নিষেধাজ্ঞা শিথিলও হতে শুরু করেছে।