সৌদি আরবে রাতের প্রধান সংবাদ পাঠে এবার নারী

কঠোর ধর্মীয় অনুশাসনের দেশ সৌদি আরবের জাতীয় টেলিভিশন চ্যানেলে প্রথম একজন নারী হিসাবে রাতের প্রধান সংবাদ উপস্থাপনা করে ইতিহাস সৃষ্টি করেছেন উইম আল দাখিল।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Sept 2018, 02:06 PM
Updated : 24 Sept 2018, 02:06 PM

এনডিটিভি জানায়, রাষ্ট্র পরিচালিত সৌদি টিভি চ্যানেল-ওয়ান এ গত বৃহস্পতিবার দাখিল তার পুরুষ সহকর্মী ওমর আল নাশওয়ানের পাশাপাশি রাত ৯টার প্রধান সংবাদ পাঠ করেন।

পরে টেলিভিশন চ্যানেলটির আনুষ্ঠানিক টুইটার পাতায় বলা হয়, “২০১৬ সালে জুমানাহ আল শামি প্রথম নারী হিসেবে সকালের সংক্ষিপ্ত বুলেটিন উপস্থাপন করেছিলেন। কিন্তু আজ উইম আল দাখিল প্রথম নারী হিসেবে রাতের প্রধান খবর পাঠ করে ইতিহাসের পাতায় নাম লেখালেন। সৌদি টিভি ওয়ানের জন্য এ এক ঐতিহাসিক নজির সৃষ্টি করল।”

সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের প্রস্তাব করা অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের ‘ভিশন ২০৩০’ বাস্তবায়নের অংশ হিসেবে দেশটিতে নারীদের উপর থেকে বেশ কিছু নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে।

সেখানে এখন নারীরা বৈধভাবে গাড়ি চালানোর অনুমতি পেয়েছেন। স্টেডিয়ামে বসে খেলা দেখার সুযোগও তারা পাচ্ছেন।

গত জুনে দেশটির সরকার নারীদের উপর থেকে গাড়ি চালানোর উপর দীর্ঘদিনের নিষেধাজ্ঞা তুলে নেয়।

এ মাসের শুরুর দিকে রিয়াদ ভিত্তিক বিমান পরিবহন সংস্থা ‘ফ্লাইনাস’ প্রথমবারের মত সৌদি নারীদের কো-পাইলট ও ফ্লাইট অ্যাটেনডেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছে।