ইরানের কুচকাওয়াজে হামলার দায় স্বীকার আইএসের

ইরানের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় আহভাজ শহরে সামরিক কুচকাওয়াজে বন্দুকধারীদের চালানো হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস) ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Sept 2018, 12:29 PM
Updated : 22 Sept 2018, 12:29 PM

শনিবার জঙ্গিগোষ্ঠীটির বার্তা সংস্থা আমাকে এ দাবি করা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

আমাক বলেছে, আহভাজ শহরের হামলাটি আইএসের যোদ্ধারা চালিয়েছে।

তবে এই দাবির সপক্ষে জঙ্গিগোষ্ঠীটি কোনো প্রমাণ দাখিল করেনি বলে জানিয়েছে রয়টার্স।

হামলার পেছনে ‘একটি বিদেশি সরকারের’ সমর্থিত ‘সন্ত্রাসীরা’ ছিল বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

তিনি বলেছেন, “ইরান আঞ্চলিক সন্ত্রাসের সমর্থকদের ও তাদের প্রভু যুক্তরাষ্ট্রকে দায়ী বলে ধরে নিয়েছে।”  

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ও কর্মকর্তারা হামলার জন্য সুন্নি জঙ্গি বা আরব জাতীয়তাবাদীদের দায়ী করেছে।

ফার্স টুডে জানিয়েছে, সৌদি আরবের সঙ্গে সম্পর্কিত আল-আহওয়াজ সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা হামলাটি চালিয়ে বলে দাবি করেছেন ইরানের ইসলামিক রেভলুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরিফ।

এই গোষ্ঠীটি হামলার দায় স্বীকার করেছে বলে জানিয়েছে আইআরএনএ।

আহভাজের প্যারেড গ্রাউন্ডে চালানো এ হামলায় ২৪ জন নিহত ও ৫৩ জন আহত হয়েছে।

নিহতদের মধ্যে নারী ও শিশুসহ বেসামরিক এবং রেভলুশনারি গার্ডের ১২ সদস্য রয়েছে বলে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে।