অস্ট্রেলিয়ায় জনপ্রিয় পর্যটনস্থলে শার্কের হানা, আহত ২

অস্ট্রেলিয়ার কুইসল্যান্ডে জনপ্রিয় একটি পর্যটনস্থলে শার্কের হানার দু’টি ঘটনায় দুইজন আহত হয়েছে।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Sept 2018, 03:54 PM
Updated : 20 Sept 2018, 04:05 PM

শার্কের আক্রমণে ১২ বছরের একটি মেয়ে পায়ে আঘাত পেয়েছে। এর আগে ৪৬ বছর বয়স্ক এক নারীও পা এবং শরীরের উপরের অংশে জখম নিয়ে হাসপাতালে ভর্তি হয়।

কুইসল্যান্ডের হোয়াইটসানডে দ্বীপপুঞ্জে ২৪ ঘণ্টার মধ্যে শার্কের হানার এ দুটি ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

১২ বছরের মেয়েটিকে বৃহস্পতিবার হাসপাতালে নেওয়া হয়। তার অবস্থাও গুরুতর বলে জানিয়েছে কুইসল্যান্ড অ্যাম্বুলেন্স সার্ভিস।

কর্মকর্তারা জানান, বাবা এবং বোনের সঙ্গে সৈকতে ঘুরে বেড়ানোর সময় মেয়েটি শার্কের আক্রমণের শিকার হয়। ঘটনাস্থলেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এ ঘটনার পর পর্যটনস্থলে শার্কের আক্রমণ রুখতে কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

‘অস্ট্রেলিয়ান শার্ক এটাক ফাইল’ এর তথ্যানুযায়ী, দেশটিতে শার্কের এমন আকস্মিক আক্রমণে এ বছর অন্তত একজন নিহত এবং আরো ১৪ জন আহত হয়েছে।