কেনিয়ার হাসপাতালে ব্যাগ, বাক্সে ভরা ১২ শিশুর দেহ উদ্ধার

কেনিয়ার নাইরোবিতে একটি হাসপাতালে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো এবং বাক্সে ভরা ১২ নবজাত শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Sept 2018, 01:26 PM
Updated : 18 Sept 2018, 04:11 PM

নাইরোবির গভর্নর মাইক সনকোর নির্দেশে ‘পামওয়ানি মেটার্নিটি হাসপাতালে’ সোমবার তল্লাশি অভিযান চালানোর সময় মৃতদেহগুলো খুঁজে পাওয়া যায় বলে জানিয়েছে সিএনএন।

অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ পাওয়ার পর গভর্নর সনকো নিজে ওই অভিযানের নেতৃত্ব দেন।

তিনি সিএনএন’কে বলেন, “আমরা ওই হাসপাতালে আকস্মিক অভিযান চালাই। আমরা সেখানে ১২ নবজাতকের মৃতদেহ খুঁজে পাই, যারা রহস্যজনকভাবে মারা গেছে। হাসপাতালের একটি কক্ষে কয়েকটি বাক্সে এবং কাগজের ব্যাগে মৃতদেহগুলো রাখা ছিল।”

হাসপাতালটিতে অভিযানের সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

সেখানে দেখা যায়, গর্ভনর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে সেখানে কতটি শিশু মারা গেছে তা জানতে চাইছেন। জবাবে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শুক্রবার থেকে সেখানে মাত্র একটি শিশু মারা গেছে।

পরে গভর্নর তার বাহিনীকে পুরো হাসপাতাল তল্লাশির নির্দেশ দেন এবং একে একে ১২টি নবজাতকের মৃতদেহ পাওয়া যায়।

শিশুগুলো কিভাবে মারা গেল বা তাদের মায়েরা কোথায় আছে বা গেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনার পর হাসপাতালের উচ্চপদস্থ কয়েকজন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।