চাপ দিয়ে রোহিঙ্গা সমস্যার সমাধান করা যাবে না: চীন
>> রয়টার্স
Published: 28 Aug 2018 09:32 PM BdST Updated: 28 Aug 2018 09:57 PM BdST
মিয়ানমারের ওপর চাপ প্রয়োগ করে রোহিঙ্গা সমস্যার সমাধানে করা যাবে না বলে জানিয়েছে চীন।
গণহত্যার অভিপ্রায় নিয়েই মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনে রোহিঙ্গা মুসলমানদের নির্বিচারে হত্যা, ধর্ষণের মত ঘটনা ঘটিয়েছে বলে জাতিসংঘের তদন্তকারীরা এক প্রতিবেদন প্রকাশের পরদিনই মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ মন্তব্য করলেন।
আইন প্রয়োগের নামে রোহিঙ্গাদের ওপর ভয়ঙ্কর ওই অপরাধ সংঘটনের জন্য মিয়ানমারের সেনাপ্রধান এবং জ্যেষ্ঠ পাঁচ জেনারেলকে বিচারের মুখোমুখি করার সুপারিশ করা হয়েছে সোমবারের জাতিসংঘ প্রতিবেদনে।
তাছাড়া,রাখাইনের পাশাপাশি শান ও কাচিন অঞ্চলেও সেনাবাহিনীর বিরুদ্ধে ‘মানবতাবিরোধী অপরাধ’ সংঘটনের অভিযোগ আনা হয়েছে এতে।
কিন্তু রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধ নিয়ে আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনা হলেও চীনের অবস্থান মিয়ানমারের পক্ষে। রাখাইনে মিয়ানমারের ভাষায় ‘বিদ্রোহীদের বিরুদ্ধে বৈধ অভিযানে’ সমর্থন দিয়ে আসছে চীন।রোহিঙ্গা সঙ্কট নিয়ে জাতিসংঘের একটি প্রস্তাবনাও অতীতে আটকে দিয়েছিল দেশটি।
রোহিঙ্গা নিয়ে জাতিসংঘ প্রতিবেদন সম্পর্কে সাংবাদিকরা জানতে চাইলে এক সংবাদ ব্রিফিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং বলেন,“রাখাইনের ঐতিহাসিক, ধর্মীয় ও জাতিগত পটভূমি অনেক বেশি জটিল।”
তিনি বলেন,“আমি মনে করি একতরফা সমালোচনা বা চাপ প্রয়োগ করে সংকটের সমাধান বেরিয়ে আসবে না।”
মুখপাত্র আরো বলেন,“বাংলাদেশ ও মিয়ানমারের আলোচনায় অগ্রগতি হয়েছে। আগামী দুই বছরের মধ্যে স্বেচ্ছায় রোহিঙ্গা পুনর্বাসনে উভয় দেশ চুক্তিতে পৌঁছেছে। এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সংলাপ ও শলাপরামর্শের মধ্য দিয়ে যথাযথভাবে রাখাইন সংকট নিরসনে মিয়ানমার ও বাংলাদেশের উদ্যোগে গঠনমূলক ভূমিকা রাখা।”
-
দেশে দেশে খাদ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা বাড়াচ্ছে উদ্বেগ
-
সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
-
ডলারের বিপরীতে আরো শক্তিশালী রুবল
-
ইউক্রেইনের গম বের করে আনতে মস্কোকে আলোচনার প্রস্তাব ইইউর
-
বিশ্ব অন্ধকার সময়ের মুখোমুখি: বাইডেন
-
চিনি রপ্তানিতেও লাগাম টানার ভাবনা ভারতের
-
বিমানবন্দর চালাতে আমিরাতের সঙ্গে চুক্তি করছে তালেবান
-
ভারত-পাকিস্তানের তাপদাহে ‘রসদ যোগাচ্ছে জলবায়ু পরিবর্তন’
সর্বাধিক পঠিত
- ‘মেসি-নেইমারদের সঙ্গেই থাকতে চেয়েছি’
- করুনারত্নের লড়াই, বাংলাদেশের শিকার ২ উইকেট
- নাম পদ্মা সেতুই হবে, উদ্বোধন ২৫ জুন
- সমুদ্রে রাশিয়ার তেলবোঝাই কার্গোর সংখ্যায় রেকর্ড, নেই ক্রেতা
- ৫০০ ছুঁয়েও রেকর্ড গড়া হলো না মুশফিক-লিটন জুটির
- কুমিল্লা সিটি নির্বাচন: ‘বিদ্রোহী’ ইমরানকে বোঝাতে বৈঠকে বসছেন আওয়ামী লীগ নেতারা
- অনেক আফসোসে দিনটা ভালো হলো না বাংলাদেশের
- পদ্মা সেতু: শরীয়তপুরবাসীর অপেক্ষা এখনই ফুরাচ্ছে না
- ওই সময় মাঠে থাকলে হার্ট অ্যাটাক হয়ে যেত: বিসিবি সভাপতি
- শৃঙ্খলাভঙ্গের কারণে বাংলাদেশ থেকে ফেরত পাঠানো হচ্ছে লঙ্কান ব্যাটসম্যানকে