সন্তান জন্ম দিতে সাইকেল চালিয়ে হাসপাতালে গেলেন মন্ত্রী!

গাড়িতে পর্যাপ্ত জায়গা না থাকায় নিউজিল্যান্ডের নারী বিষয়ক মন্ত্রী জুলি জেন্টার সাইকেল চালিয়ে হাসপাতালে গিয়ে প্রথম সন্তানের জন্ম দিয়েছেন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2018, 01:23 PM
Updated : 19 August 2018, 01:23 PM

গ্রিন পার্টির নেত্রী জুলি জেন্টার ইন্সটাগ্রামে নিজের ও তার সঙ্গীর একটি ছবি পোস্ট করে লিখেছেন, তারা ‘রোববার সকালে চমৎকার সাইকেল রাইড উপভোগ’ করছেন।

এদিন হাসপাতালে যাওয়ার পথে তিনি ইন্সটাগ্রামে লেখেন, “সময় হয়েছে, আমাদের জন্য সৌভাগ্য কামনা করুন।

“আমি এবং আমার সঙ্গী সাইকেলে যাচ্ছি, কারণ সহায়তা কর্মীদের বসার জন্য গাড়িতে পর্যাপ্ত জায়গা নেই…”

গত জুনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন মা হন। তিনি বিশ্বের দ্বিতীয় নারী যিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকালে মা হয়েছেন।

জাসিন্ডা এবং জুলি দুজনই অকল্যান্ড সিটি হাসপাতালে সন্তান জন্ম দিয়েছেন।

বিবিসি জানায়, ৩৮ বছরের জেন্টার নারী বিষয়ক মন্ত্রণালয় ছাড়াও পরিবহন মন্ত্রণালয়ের সহযোগী মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

তিনি সবসময়ই জনগণকে সাইকেল চালানোর পরামর্শ দিয়ে থাকেন।

ইন্সটাগ্রামে নিজের মা হওয়ার খবর দিতে গিয়ে জুলি জেন্টার লিখেছিলেন, “আমাদের বাইসাইকেলে আমরা একটি বাড়তি আসন যোগ করতে চলেছি।”

নিউজিল্যান্ডের বর্তমান পার্লামেন্ট সদস্যদের মধ্যে আরও কয়েকজন আছেন যারা দায়িত্বরত অবস্থায় মা হয়েছেন এবং তিনমাস ছুটি কাটিয়ে সন্তানকে সঙ্গে নিয়েই দায়িত্ব পালন করছেন।